BRAKING NEWS

পাঁচ জওয়ানের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে একই জায়গায় ধসে হত আরও তিন সাধারণ যাত্রী

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১ জুলাই (হি.স.) : শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে অরুণাচল প্ৰদেশের যে জায়গায় পাহাড় থেকে পাথর ধসে ৪৯ নম্বর আইটিবিপি-র পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছিল। সেই একই জায়গা নিম্ন সিয়াং জেলা সদর লিকাবালির কাছে ২৪ ঘণ্টার মধ্যে ফের উঁচু পাথুরে পাহাড় থেকে বিশাল পাথর ও মাটি ধসে মারা গেছেন তিনজন সাধারণ নাগরিক। মর্মান্তিক এই ঘটনা শনিবার বিকেলে সংঘটিত হয়েছে।
বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, শনিবার বিকেলের দিকে নিম্ন সিয়াং জেলার বাসার (অরুণাচল প্রদেশ) থেকে শিলাপথার (অসম) যাচ্ছিল এএস ২২ সি ২৬৭৫ নম্বরের সাদা রঙের একটি যাত্রীবাহী টাটা সুমো। শুক্রবারের দুর্ঘটনাস্থল সেই লিকাবালি থেকে পাঁচ কিলোমিটার দূরে আকাশিগঙ্গা মন্দিরের কাছে খাঁড়া পাহাড় থেকে বিশাল বিশাল পাথর খসে সুমোর ওপর পড়ে। এতে গাড়ির ভিতরে পাথর চাপা পড়ে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন প্রায় সব যাত্রী। গাড়িতে নয়জন যাত্রী ছিলেন। তাঁদের নিকটবর্তী লিকাবালি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে তৃতীয় যাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাকিদের এখনও চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *