BRAKING NEWS

আগরতলা – দেওধর এক্সপ্রেসের সূচনা ৬ জুলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ আগরতলা থেকে দেওধর সরাসরি রেল পরিষেবা শুরু হচ্ছে আগামী ৬ জুলাই থেকে৷ ওই দিন দিল্লিস্থিত রেল ভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে ওই ট্রেনের সূচনা করবেন রেল মন্ত্রী পীয়ুশ গোয়েল৷ সকাল সোয়া এগারোটায় এই ট্রেনের সূচনা পর্বে আগরতলা স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও৷

জানা গেছে, এই ট্রেনের স্বাভাবিক পরিষেবা আগরতলা থেকে ১৪ জুলাই শুরু হবে৷ প্রতি শনিবার রাত দশটায় আগরতলা থেকে দেওধরের উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন৷ দেওধর পৌছাতে মোট সময় লাগবে ৩৯ ঘন্টা৷ সোমবার দুপুর ১টা নাগাদ আগরতলা-দেওধর  ট্রেনটি দেওধরে পৌছাবে৷ তেমনিই দেওধর থেকে প্রতি সোমবার বিকেল পৌনে সাতটা নাগাদ আগরতাল উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন৷ আগরতলায় বুধবার সকাল সোয়া আটটা নাগাদ পৌছাবে দেওধর এক্সপ্রেস৷ জানা গেছে, আগরতলা থেকে দেওধর পর্যন্ত এই ট্রেন আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর জংশন, নিউ হাফলং, মাইবং, লামডিং, চাপারমুখ, গুয়াহাটি, কামাক্ষ্যা, রঙ্গিয়া, নিউ বংগাইগাও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি এবং কাটিহার জংশনের বাণিজ্যিক স্টপেজ দেবে৷ আগরতলা থেকে দেওধর পর্যন্ত এই ট্রেন ৩৯ ঘন্টায় মোট ১৪৭৩ কিমি রেলপথ পাড়ি দেবে৷ এই ট্রেনে ২টি তৃতীয় শ্রেণীর এসি কামড়া, ৭টি সাধারণ শ্রেণীর কামড়া, ৩টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামড়া এবং ২টি দ্বিতীয় শ্রেণীর কামড়া সহ লাগেজ ও ব্রেক ভেন যুক্ত রয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, এই ট্রেনে অতিরিক্ত সুরক্ষিত কামড়া ব্যবহার করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *