নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৩ জুন৷৷ শুক্রবার কমলাসাগর বিধানসভাস্থিত গকুলনগর রাস্তামাথাস্থিত রামকৃষ্ণ শিশু নিকেতন দশম শ্রেণী বিদ্যালয়েও গকুলনগর কমিউনিটি হলে চুরির ঘটনা ঘটে৷ জানা যায়, শুক্রবার রামকৃষ্ণ শিশু নিকেতনে চলছিল পরীক্ষা৷ পরীক্ষা শেষ হওয়ার পর অন্যদিনের মত সুকল তালা বন্ধ করে চলে যায় বিদ্যালয়ের শিক্ষকরা৷ পরদিন সকাল সাতটায় সুকলে আসেন সুকল শিক্ষকরা ও ছাত্রছাত্রীরা৷ যখনই পঞ্চম ও ষষ্ট শ্রেমীর ছাত্র ছাত্রীদের ক্লাসরুম খোলা হয় তখন সুকলের হেলপার দেখতে পায় জানালা খোলা পরে দেখতে পায় সিলিংগুলির তার কেটে মাটিতে পরে রয়েছে৷ এবং ফোনগুলি নেই৷ দুটি ক্লাসরুম থেকে ৬টি ফেন নিয়ে যায় চোরের দল৷ জানালা ভেঙে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছে সুকল প্রধান শিক্ষক হরলাল ভৌমিক৷ অন্যদিকে গকুল নগর রাস্তার মাথাস্থিত কমিউনিটি হলের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে৷ এলাকাবাসীর অভিযোগ রাস্তামাথা বাজার পাহারা থাকা সত্ত্বেও কি ভাবে এই চুরির ঘটনা ঘটে৷ বাজার সম্পাদক জানায় বিষয়টি নিয়ে বাজার কমিটির সাথে আলোচনা করবে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ চুরির ঘটনা তদন্ত করে দেখবে জানায় পুলিশ৷ এলাকার ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
2018-06-24