BRAKING NEWS

মধ্যপ্রদেশে জিপে ধাক্কা ট্রাক্টর-ট্রলির, মৃত্যু ১৫ জনের

মোরেনা (মধ্যপ্রদেশ), ২১ জুন (হি.স.): সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, মধ্যপ্রদেশের মোরেনা জেলায় অকালেই প্রাণ হারালেন অন্তত ১৫ জন| ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন| নিহতরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে| বৃহস্পতিবার সকালে মোরেনা জেলায় বালি বহনকারী একটি ট্রাক্টর-ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই জিপে| জোরালো সংঘর্ষের জেরে জিপটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনার জোরালো শব্দ ও যাত্রীদের আর্তনাদ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| পরে দুর্ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী| বহু কষ্টের পর যাত্রীদের এক-এক করে ‘অভিশপ্ত’ ওই জিপের ভিতর থেকে বের করা হয়| তবে, দুর্ভাগ্যবশত ভয়াবহ দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একই পরিবারের ১২ জন সদস্যের| বাকি তিনজনের মৃত্যু হয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায়| এছাড়াও গুরুতর আহত অবস্থায় অন্তত পাঁচজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, আহত পাঁচজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক|
মোরেনা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিত সাঙ্ঘি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ মোরেনা স্টেশন থানার অন্তর্গত গঙ্গরামপুর গ্রামের সন্নিকটে বালি বহনকারী ট্রাক্টর-ট্রলির সঙ্গে জিপের জোরালো সংঘর্ষ হয়| অবৈধভাবে বালি বহন করছিল ওই ট্রাক্টর-ট্রলিটি| সেই সময় যাত্রীদের নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল জিপটি| বেসামাল গতিতে ট্রাক্টর-ট্রলিটি এসে জিপে ধাক্কা মারে| জিপটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের| পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়| গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে জেলা হাসপাতালে চিকিত্সাধীন|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, মৃত ও আহতদের সকলেরই বাড়ি গোয়ালিয়র জেলার উতিলা থানা এলাকায়| শোকজ্ঞাপনের জন্য তাঁরা ঘুরগান গ্রামে যাচ্ছিলেন| পথেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিত সাঙ্ঘি জানিয়েছেন, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাক্টর-ট্রলির চালক| মামলা রুজু করে ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে বালি পরিবহণ বন্ধ করার ক্ষেত্রে প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না, তাই প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *