BRAKING NEWS

নীতি আয়োগের বৈঠকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার বিষয়টি তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা প্রসঙ্গে বরাবরই সরব অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই কারণে এনডিএ-এর সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি। এমনকি কেন্দ্রে এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনার চেষ্টা করেন তিনি। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা ছাড়াও পোলাভরম প্রকল্প, নোটবন্দী এবং জিএসটির বিষয়গুলিও উত্থাপন করেন তিনি।

অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার বিষয়টি সমর্থন করেছেন। এতে পুনরায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পাশাপাশি বিহারের বিশেষ মর্যাদার দাবিতেও সরব হয়েছেন তিনি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে বলেন যে রাজ্যগুলি ভাল কাজ করছে তাদের কে যেন জরিমানা না করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *