BRAKING NEWS

স্থিতিশীল আছেন বাজপেয়ী, সাড়া দিচ্ছেন চিকিত্সায়

নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): স্থিতিশীল আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী| সাড়া দিচ্ছেন চিকিত্সায়| স্বস্তির বার্তা দিল দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)| সোমবার দিল্লির এইমস-এ ভর্তি করানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীকে| ওই দিনই প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এইমস-এ যান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রমুখরা| প্রধানমন্ত্রী প্রায় এক ঘন্টা হাসপাতালে ছিলেন| তুমুল উত্কণ্ঠার মধ্যেই মঙ্গলবার সকালে মেডিক্যাল বুলেটিনে এইমস জানিয়েছে, স্থিতিশীল আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী| সাড়া দিচ্ছেন চিকিত্সায়|
মেডিক্যাল বুলেটিনে এইমস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থিতিশীল আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী| তিনি চিকিত্সায় সাড়া দিচ্ছেন| প্রবীণ নেতাকে ইঞ্জেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিকস দেওয়া হচ্ছে| সর্বদিক থেকেই তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন| সংক্রমণ না-কাটা পর্যন্ত তাঁকে হাসপাতালেই রাখা হবে| সোমবার গভীর রাতে এইমস-এর বুলেটিনে জানানো হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে| এ জন্য তাঁর প্রয়োজনীয় চিকিত্সা শুরু হয়েছে| চিকিত্সকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখছেন| এইমস-এর মেডিক্যাল ও প্রোটোকল শাখার চেয়ারপার্সন আরজি ভিজ জানান, বাজপেয়ীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল|
রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উত্কণ্ঠায় দেশবাসীও| মঙ্গলবার সকালে উত্তর প্রদেশের কানপুরে বাজপেয়ীর দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞ করেন বিজেপি কর্মী-সমর্থকরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *