BRAKING NEWS

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ছ’জন পড়ুয়া সহ মৃত ৭

কনৌজ, ১১ জুন (হি.স.): উত্তর প্রদেশের কনৌজ জেলায়, লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল ছ’জন পড়ুয়া সহ মোট সাতজনের| মৃতদের মধ্যে রয়েছেন একজন শিক্ষকও| ভয়াবহ দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও দু’জন| সোমবার ভোর চারটে নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কনৌজ জেলার তিরবা এলাকায়, লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপর| দুর্ঘটনায় নিহতদের নাম হল, বিজয় কুমার (প্রভাদেবী বিদ্যালয়ের শিক্ষক), মহেশ কুমার, অভয়প্রতাপ সিং, মিথিলেশ কুমার, বিশাল কুমার, জিতেন্দ্র কুমার যাদব ও সতীশ| মৃতরা ছাত্ররা প্রত্যেকেই বেসিক ট্রেনিং সার্টিফিকেট (বিটিসি) পড়ুয়া ছিলেন|

উত্তর প্রদেশ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সন্ত কবীরনগর জেলা থেকে বিটিসি কলেজের পড়ুয়াদের নিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বার অভিমুখে যাচ্ছিল একটি বাস| কিন্তু, কনৌজ জেলার তিরবা এলাকায় আচমকাই বাসটির ডিজেল শেষ হয় যায়| এরপরই অন্য একটি বাস থেকে ডিজেল নেওয়ার সিদ্ধান্ত নেন ছাত্ররা| পড়ুয়াদের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদেরই অন্য একটি বাস থামিয়ে, সেই বাস থেকে ডিজেল নেওয়া হচ্ছিল| ভোট তখন চারটে হবে, আচমকাই একটি বেপরোয়া বাস পড়ুয়াদের চাপ দেয়| হাসপাতালে নিয়ে যাওয়ার সময় টুকুও পাওয়া যায়নি, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের| আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, পরে আরও একজনের মৃত্যু হয়| বাকি অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ কর্তারা জানতে পেরেছেন ঘাতক বাসটি লাল রঙের ছিল|

বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে সাতজনের অকাল মৃত্যুতে অত্যন্ত দুঃখিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী| পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন যোগী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *