BRAKING NEWS

জনসম্পর্ক ঃ কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তী বাড়িতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ জনসম্পর্ক অভিযান কর্মসূচির মাধ্যমে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে যোগাযোগ সাধন ও তাদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণের অঙ্গ হিসেবে আজ বিকেলে রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ ও সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী নিষ্ঠা চক্রবর্তীর যোগেন্দ্রনগরস্থিথ বাসভবনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সেখানে নিষ্ঠা চক্রবর্তী সহ পরিবারের অন্যান্য সদস্য সদস্যা ও আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন তিনি৷ এই সময় নিষ্ঠা চক্রবর্তীর প্রশিক্ষক পিনাকী চক্রবর্তী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ অরুনোদয় সাহা, বিশিষ্ট সমাজ সেবী টিংকু রায় প্রমুখ উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রীকে নিজ বাসভবনে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান নিষ্ঠা চক্রবর্তী৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, জনসম্পর্ক অভিযান কর্মসূচির মাধ্যমে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে যোগাযোগ সাধন ও তাদের কাছ থেকে মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণই হল এর প্রধান লক্ষ্য৷ এই কর্মসূচির মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছ থেকে যে মতামত বা পরামর্শ লাভ করা যাবে তা সরকারের কাজের ক্ষেত্রে সহায়ক হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, জনসম্পর্ক অভিযান কর্মসূচির মধ্য দিয়ে জন সাধারণ ও সরকারের মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় গড়ে উঠবে৷ এই কর্মসূচির মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিত্বদের বাাড়ি গিয়ে তাদের সাথে ও তাদের পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ সাধনের মাধ্যমে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠবে৷ এর ফলে তাদের পরিবারের রলোকজনদের মধ্যে গড়ে উঠবে আত্মবিশ্বাস৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, সম্প্রতি আমাদের দেশের রাষ্ট্রপতি রাজ্য সফরকালে রাজ্যর বিশিষ্ট ক্রীড়াবিদরা তার সাথে সাক্ষাৎ করেন এবং তিনি তাদের সকলের ভূয়সী প্রশংসা কনের৷ তিনি সবাইকে আশীর্বাদ করেছেন৷ তাদের এই প্রতিভাকে এগিয়ে নিয়ে যাবার দিশাতেই আমরা কাজ করছি৷ সাক্ষাৎকার কালে মুখ্যমন্ত্রী নিষ্ঠা চক্রবর্তীর সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন৷ নিষ্ঠা চক্রবর্তী কিক বক্সিং এর পাশাপাশি কবিতা ও অন্যান্য বিষয়ে লেখালেখি করেন৷ মুখ্যমন্ত্রী তাকে ক্রীড়াক্ষেত্রে অন্যান্যদের উৎসাহিত করার কাজে অনুপ্রেরণামূলক বিষয়ে লেখার পরামর্শ দেন৷ সাংবাদিকদের নিষ্ঠা চক্রবর্তী জানান, এই ধরনের জনসম্পর্ক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী তার বাসভবনে এসে তিনি এবং তার পরিবারের অন্যান্যদের সাথে কথাবার্তা বলেন ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷ এটা একটা বিশাল প্রাপ্তি৷ ক্রীড়াক্ষেত্রে রাজ্য সরকার তাকে সব ধরনের সহযোগিতা করেছে যা তার এই সাফল্য অর্জনে সহায়ক হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *