BRAKING NEWS

কৃষকদের ঋণ মকুবের প্রসঙ্গে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : কংগ্রেসের আয়োজিত অনগ্রসর শ্রেণীর সম্মেলনে কৃষকদের ঋণ মকুব প্রসঙ্গে ফের কেন্দ্রীয় সরকারের নিন্দায় মুখর হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার রাহুল গান্ধী বলেন, কৃষকদের ঋণ মকুব করতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে।
এদিন কেন্দ্রীয় সরকারকে কৃষক বিরোধী এবং গরিব বিরোধী হিসেবে অভিহিত করে রাহুল গান্ধী বলেন, ‘ভারতে যারা কঠোর পরিশ্রম করে এবং যাদের দক্ষতা রয়েছে তাদের মর্যাদা দেওয়া হয় না। কৃষকদের ঋণ মকুব করতে এনডিএ সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু কর্পোরেটদের ঋণ মকুব করে দেওয়া হয়েছে। কৃষকেরা এই ভাবেই আত্মঘাতী হবে। তারা উৎকন্ঠায় থাকবে। কিন্তু তাদের ঋণ কোনওদিন মকুব করবে না এনডিএ সরকার।’
তালকোটরা রোডে আয়োজিত এই সম্মেলনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘অনগ্রসর শ্রেণীর জন্য রাহুল গান্ধী বিগত ৭০ বছর ধরে কাজ করে আসছে। সংরক্ষণ এবং অধিকার প্রসঙ্গে কংগ্রেস বরাবরই সরব। আমরা মানুষের পাশে দাড়াব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। অনগ্রসর শ্রেণীর মধ্যে বহু দক্ষ মানুষ রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী বলেন ভারতে দক্ষ মানুষের অভাব রয়েছে। বিষয়টি সত্য নয়। বহু দক্ষ অনগ্রসর শ্রেণীর মানুষ রয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *