BRAKING NEWS

আঠারমুড়ার গিরিবাসীরা কু্যুইন আনারস চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছেন না

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ জুন৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের আনারস চাষিদের জন্য সুখবর দিয়েছিলেন৷ ঘটা করে রাজ্যের ক্যুইন আনারস বিদেশে পারি দেবার ব্যবস্থা করেছিলেন৷ কিন্তু রাজ্যের জনজাতি এলাকার বহু কৃষক আনারস চাষ করে আজও তারা নায্য মূল্য পাচ্ছে না৷ প্রতিটি ক্যুইন আনারস জনজাতি এলাকার কৃষকরা শুধু মাত্র ১০ টাকা মূল্যে বিক্র করতে হচ্ছে৷ খোয়াই জেলার খোয়াই মহকুমার তুলাশিখর ব্লক এলাকার হাতিমারা গ্রামের আঠারমুড়া পাহাড়ের পাদদেশে কৃষক কুসুম দেববর্মা ১০ কানি জায়গায় ক্যুইন আনারসের চাষ করেন৷ ফলনও খুব ভাল হয়েছে বলে জানান কৃষক কুসুম দেববর্মা৷ কিন্তু পাইকারি খদ্দেররা ১০ টাকার উপর কিনতে নারাজ এই আনারসগুলি৷ প্রতিটি আনারসের ওজন ৭ থেকে ৮ কেজি এবং সু-স্বাদু হলেও নার্য্য মূল্য না পেয়ে বিপাকে কৃষক৷ দীর্ঘ ৪০-৫০ বছর ধরে সরকারি সাহায্য ছাড়াই এই আনারস চাষ করে আসছেন৷ আজ পর্যন্ত আনারস চাষ করে তেমন লাভের মুখ দেখতে পাননি৷ ছনের গরে বসবাস করে ও সারা বছর আনারসের ফলনের বিক্রির টাকা দিয়েই সংসার চালাতে হয় কুসুম দেববর্মার পরিবারকে৷ তিনি এখন সরকারের দিতে তাকিয়ে রয়েছেন৷ সরকার এই আনারস ক্রয় করলে কুসুম বাবু লাভের মুখ দেখতে পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *