কংগ্রেস শেষ, তাদের বাদ দিয়ে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা দরকার, মনে করেন ওয়েইসি

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) : কংগ্রেস শেষ হয়ে গেছে | কংগ্রেস বাদে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা দরকার। আরএসএসের কার্যক্রমে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিত হওয়া নিয়ে কড়া বার্তা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসির |
আরএসএসের কার্যক্রমে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিত হওয়া নিয়ে বিতর্ক কিছুতেই বন্ধ হচ্ছে না | নাগপুরে স্বয়ংসেবকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া ও আরএসএস প্রতিষ্ঠাতা হেডগেওয়ারকে শ্রদ্ধা জানিয়ে ‘ভারতমাতার মহান সন্তান’ বলায় আপত্তি জানিয়ে কংগ্রেসকে সমালোচনায় ভরিয়ে দিলেন বার্তা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসি |হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন,শতাব্দী প্রাচীন দলটা যে উঠে যাওয়ার মুখে, এটা তারই লক্ষণ।কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। নইলে একটা লোক ৫০ বছর কংগ্রেসে কাটানোর পাশাপাশি দেশের রাষ্ট্রপতি পদেও থাকার পর আরএসএসের হেডকোয়ার্টারে যায়! এখন ওই পার্টির সামনে কোনও আশার আলো নেই | তাই কংগ্রেস বাদে অন্যদের নিয়ে বিজেপির বিকল্প গড়ার পক্ষে সওয়াল করেন ওয়েইসি | বলেন, আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *