BRAKING NEWS

আরএসএসকে বদনাম করতেই প্রণব মুখোপাধ্যায়ের ভুয়ো ছবি ছড়ান হয়েছে : মনমোহন বৈদ্য

নাগপুর, ৮ জুন (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভুয়ো ছবি ছড়িয়েছে কয়েকটি ‘বিভেদকামী রাজনৈতিক দল’। ইচ্ছাকৃতভাবে আরএসএসকে বদনাম করতেই এটা করা হয়েছে | এর তীব্র নিন্দা করছি। শুক্রবার এমনটাই জানিয়েছেন আরএসএসের সহসরকার্যবাহ ডা. মনমোহন বৈদ্য |
বৃহস্পতিবার আরএসএস-এর সদর দফতর নাগপুরের রেশমবাগে সঙ্ঘ শিক্ষা বর্গের সমারোপ অনুষ্ঠানে ভাষণ দেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভুয়ো ছবি। ওই ছবিতে দেখা যাচ্ছে, স্বয়ংসেবকদের কায়দায় হাত মুড়ে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ওই ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয় | যা নিয়ে আজ শুক্রবার আরএসএসের সহসরকার্যবাহ ডা. মনমোহন বৈদ্য এক প্রেস বার্তায় ঘটবার নিন্দা করে জানান, তাদের সংগঠনকে বদনাম করতে ওই ভুয়ো ছবিটি ছড়িয়েছে কয়েকটি ‘অবসাদগ্রস্ত রাজনৈতিক দল’। ইচ্ছাকৃতভাবে আরএসএসকে বদনাম করতেই এটা করা হয়েছে |
প্রসঙ্গত, বৃহস্পতিবার আরএসএস-এর সদর দফতর নাগপুরের রেশমবাগে সঙ্ঘ শিক্ষা বর্গের সমারোপ অনুষ্ঠানে ভাষণ দেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় | ওই অনুষ্ঠানেই আরএসএসের প্রার্থনা সংগীত চলার সময়ে উঠে দাঁড়ান প্রণববাবুও। তবে সরসঙ্ঘচালক মোহন ভাগবত-সহ অন্যান্য সঙ্ঘ নেতাদের মত একই ভাঙ্গিতে দাঁড়াননি তিনি। কিন্তু ভুয়ো ছবিতে দেখা যাচ্ছে, মাথায় টুপি পড়ে, হাত বুকের কাছে মুড়ে দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। এরপরই প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইটারে লেখেন, ”এটার আশঙ্কাই আমি করেছিলাম। কয়েকঘণ্টার মধ্যেই ঘৃণ্য খেলা খেলতে শুরু করেছে বিজেপি-আরএসএস।”
আর আজ এই ভুয়ো ছবিটি নিয়ে বিতর্ক শুরু হতেই বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা করা হয় আরএসএসের তরফ থেকে । সহসরকার্যবাহ ডা. মনমোহন বৈদ্য জানিয়েছেন, সঙ্ঘের প্রার্থনায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে ভুয়ো ছবি ছড়িয়েছে কয়েকটি ‘বিভেদকামী রাজনৈতিক দল’। আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করছিল তারা। এখন আরএসএসের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ঘৃণ্য উপায় বের করেছে ‘অবসাদগ্রস্তরা’। ইচ্ছাকৃতভাবে আরএসএসকে বদনাম করার চেষ্টা হচ্ছে। এর তীব্র নিন্দা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *