BRAKING NEWS

‘কালা’ রিলিজে নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ শীর্ষ অাদালতের

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.) : রজনীকান্তের নতুন সিনেমা ‘কালা’ রিলিজে নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করল দেশের শীর্ষ অাদালত৷ বুধবার এমন নির্দেশই দিল সুপ্রিম কোর্ট৷ ফলে অাগামী ৭ জুন দেশজুড়ে রজনীকাল্তের নতুন ফিল্ম রিলিজে কোনরকম সমস্যা আর রইল না৷

কাবেরী জলবন্টন নিয়ে মন্তব্য করায় কর্ণাটকে ‘কালা’ রিলিজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ গোটা ভারতেই এই ফিল্ম রিলিজে নিষেধাজ্ঞা জারি করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল৷ সেই মামলা পত্রপাঠ খারিজ করে দিয়ে দেশের সর্ব্বোচ্চ আদালতে বিচারপতিরা রায় দেয়, ‘দেশের প্রত্যেকে উত্তেজনা নিয়ে এই ফিল্ম দেখার জন্য অপেক্ষা করছে৷ আমরা এই ছবি রিলিজ আটকানোর কোন কারণ দেখছি না’৷

কর্ণাটকে রজনীকান্তের নতুন ফিল্ম ‘কালা’ রিলিজ করা নিয়ে শুরু হয় বিতর্ক৷ কাবেরী জলবন্টন নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কর্ণাটকে রজনীকান্তের ফিল্ম ‘কালা’ রিলিজ করাকে বাধা দেওয়া হচ্ছে৷ নিজের ফ্যানদের পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকেও ব্যক্তিগত ভাবে ফিল্ম রিলিজ নিয়ে নিরাপত্তা দিতে অনুরোধ করেছেন দক্ষিণের এই সুপারস্টার৷ আগামী ৭ই জুন ‘কালা’ রিলিজ হবে৷ গত ২৯ শে মে কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স, কর্ণাটকে কালা রিলিজ করার উপর নিষেধাজ্ঞা জারি করে৷ তাদের অভিযোগ, কাবেরী জলবন্টন চুক্তি নিয়ে ভুল তথ্য বলেছেন দক্ষিণের সুপারস্টার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *