BRAKING NEWS

প্রাক্তন রাষ্ট্রপতির আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক মনে করেন শিন্ডে

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সম্মতি জানানোতে ভুল কিছু দেখছেন না কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানানোর পর থেকে উত্তাল জাতীয় রাজনীতি। প্রণবের সিদ্ধান্তে বেকায়দায় কংগ্রেস। অনেকেই প্রকাশ্যে বিষয়টির বিরধিতা করেছেন | এনিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না বহু কংগ্রেস নেতাই। এদের মাঝে ব্যতিক্রম কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সম্মতি জানানোতে ভুল কিছু দেখছেন না এই কংগ্রেস নেতা |

শিন্ডে বলেন, ‘প্রণব মুখোপাধ্যায় একজন ধর্ম নিরপেক্ষ মানুষ। উনি সবসময় নিজের ধর্ম নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন। সেটাই উনি আরএসএসের অনুষ্ঠান করবেন। আরএসএসের মঞ্চে প্রণববাবুর মতো একজন চিন্তাবিদের হাজির হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ওঁর কথা আরএসএসের চিন্তাধারায় ‌যদি কোনও পরিবর্তন আনে তা আমাদের জন্য ভালো।’

এদিকে, সোমবারই এই প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি বলেন, ‘অনুষ্ঠানে যোগ দেওয়ার এই পদক্ষেপ অবাঞ্ছিত বিভাজন তৈরি করবে যা দেশের জন্য একেবারেই কাম্য নয়।’ বীরাপ্পা মইলি ছাড়াও বহু কংগ্রেস নেতা প্রাক্তন রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে বিষয়টিকে স্বাগত জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ৭ জুন নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। এতে অবাক কংগ্রেস শিবির। তাঁর ওই সিদ্ধান্ত নিয়ে প্রণববাবু এখনও তেমন কিছু স্পষ্ট করে কিছু বলেননি। তবে বলেছেন, ‌যা বলার তিনি আরএসএসের অনুষ্ঠানেই বলবেন।

প্রসঙ্গত, এর আগে জাতিরজনক মহাত্মা গান্ধী, প্রাক্তন রাষ্ট্রপতি জাকির হুসেন, রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণ এবং প্রাক্তন সেনাপ্রধান এম কারিয়াপ্পা আরএসএস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই নজির রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *