BRAKING NEWS

অপ্রয়োজনীয় খরচের উপর লাগাম টানতে উদ্যোগী মুখ্যমন্ত্রী কুমারস্বামী

বেঙ্গালুরু, ৩ জুন (হি.স.): রাজ্যেকে বেহাল আর্থিক অবস্থা থেকে টেনে তোলার জন্য অভিনব উদ্যোগ নিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। সেই সূত্রে প্রশাসনিক আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন প্রশাসনের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনার।সরকারী নির্দেশিকা জারি করে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী প্রশাসনিক খরচ কাটছাট করতে বলেছেন। বিভিন্ন দফতরের তরফ থেকে গাড়ি কেনার যে আবেদন জমা পড়েছে তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। সরকারি কার্যালয় বা আধিকারিকদের বাসভবনের অযথা সংস্কার করে টাকা ব্যায়ের উপর রাশ টানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি প্রশাসনিক বৈঠক চলাকালীন সরকারী কর্মীদের মোবাইল ফোন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক চলাকালীন মোবাইল ফোন ব্যবহারের ফলে বৈঠকের পরিবেশ বিঘ্নিত হয়। ক্ষমতায় আসার ১১ দিনের মাথায় এমন সিদ্ধান্ত নিলেন কুমারস্বামী।অন্যদিকে বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমিয়ে এনে খরচের উপর লাগাম টানতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *