BRAKING NEWS

বিরোধীদের ঐক্যে প্রমাণিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে : স্মৃতি ইরানি

আহমেদাবাদ, ২ জুন (হি.স.) : বিরোধী দলগুলির ঐক্যই বুঝিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আহমেদাবাদের সাংবাদিক সম্মেলনে শনিবার এমনই জানালেন স্মৃতি ইরানি।
এদিন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেন, নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের কাছে সেই বার্তাই যাচ্ছে। একক ভাবে বিরোধী দলগুলির ক্ষমতা নেই নিজস্ব রাজনৈতিক মতাদর্শ, নীতি, কর্মসূচী এবং নেতৃত্ব দিয়ে জনগণের মন জয় করা। বিরোধী দলগুলির ঐক্যে প্রমাণিত হয়ে গেলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একক ভাবে লড়াই করার ক্ষমতা তাদের নেই। বিরোধী দলগুলির ঐক্যই সব চেয়ে বড় সূচক এবং উদাহরণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং রাজনৈতিক পরাক্রম বৃদ্ধি পেয়েছে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গে তুলে স্মৃতি ইরানি বলেন, ‘২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিকূলতা সত্ত্বেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় এসেছিল। ২০১৯ সালেও তা পুনরাবৃত্তি হবে।’ আগামী লোকসভা নির্বাচনে উন্নয়নকে হাতিয়ার করে নির্বাচনে চলবে বিজেপি তা স্পষ্ট করে দিলেন তিনি। এছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের খুনের ঘটনায় সরব হয়েছেন স্মৃতি ইরানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *