আমতলীতে বিরু ভৌমিক হত্যাকান্ডে গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ আমতলী থানর অধীন মাধবনগর সীমান্ত এলাকার বাসীন্দা বিরু কুমার ভৌমিকের  মৃতদেহ উদ্ধার করা হয়েছিল মঙ্গলবার৷ এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তারা হল তপন মজুমদার, নির্মল চৌধুরী এবং সুনীল দাস৷ পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এবং জেরা করে চলেছে৷ প্রসঙ্গত, সীমান্তে কাঁটাতারের বেড়ার খুব কাছাকাছি মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়৷ সাথে সাথে খবর পৌঁছে আমতলী থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছিল৷ এটি একটি পরিকল্পিত হত্যাকন্ড বলে পুলিশের অনুমান৷  তবে কেন এই হত্যাকান্ড তা স্পষ্ট হয়নি৷ পুলিশী জেলা জারি রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *