BRAKING NEWS

পৃথক স্থানে মহিলাসহ তিনজনের মৃতদেহ উদ্ধার অস্বাভাবিক মৃত্যুর মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ মহিলাকে গলা টিপে হত্যার পর কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে৷ ঘটনার সাথে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অন্যদিকে, পৃথক স্থানে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এই দুজনের মৃত্যুকে আস্বাভাবিক হিসেবে নিয়েছে পুলিশ৷ তদন্ত শুরু হয়েছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, হাপানীয়া ওএনজিসি এলাকায় অর্চনা সূত্রধর (৪৫) নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ অভিযোগ ঐ মহিলাকে গলা টিপে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ এই ঘটনার সাথে জড়িত রাকেশ চক্রবর্তী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ৷ ধৃত যুবক পুলিশী জেরায় নাকি হত্যাকান্ডের দায় নিয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐ মহিলার সাথে দীর্ঘদিন ধরেই রাকেশ চক্রবর্তীর অবৈধ সম্পর্ক ছিল৷ বেশ কয়েকবার ঐ মহিলাকে গর্ভপাতও করানো হয়েছে৷ এই ঘটনার খবর জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

এদিকে, আমতলী থানর অধীন মাধবনগর সীমান্ত এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ সীমান্তে কাঁটাতারের বেড়ার খুব কাছাকাছি মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়৷ সাথে সাথে খবর পৌঁছে আমতলী থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছে৷ নিহতের নাম বিরু কুমার ভৌমিক৷ বয়স আনুমানিক ৫০৷ এটি একটি পরিকল্পিত হত্যাকন্ড বলে পুলিশের অনুমান৷ বিভিন্ন তথ্য তল্লাসী করে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে এমন এক ব্যক্তির পরিচয় জানতে পেরেছে৷ অবিলম্বেই তাকে গ্রেপ্তার করা হবে৷ তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না এই প্রতিবেদনে৷

অন্যদিকে, যোগেন্দ্রনগর রেল স্টেশনে বাপন শীল নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকান্ড তা ময়নাতদন্তের পরই স্পষ্ট হয়ে যাবে বলে পুলিশের বক্তব্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *