BRAKING NEWS

চাকুরিচ্যুতদের ভেলিডেশন অ্যাক্টের মাধ্যমে পুণর্বহালের দাবী কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ চাকুরিচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের চাকুরিতে পূর্নবহাল রাখা নিয়ে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করলো প্রদেশ কংগ্রেস৷ বিধানসভা কিংবা সংসদে ভেলিডেশন অ্যাক্ট পাস করে তাদের চাকুরিতে বহাল রাখার জন্য উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য সরকারকে পরমার্শ কংগ্রেসের৷ পাশাপাশি বেকার সমস্যা নিয়েও সুর চরিয়েছে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায়৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে গোপালবাবু ভেলিডেশন অ্যাক্ট লাগু করার পাশাপাশি নয়া নিয়োগ নীতির বিজ্ঞপ্তি জারি করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন৷

গোপাল রায়ের কথায়, বিজেপি ভিশন ডকুমেন্টের ষষ্ঠ পাতায় চাকুরিচ্যুত ১০৩২৩ জন শিক্ষকের চাকুরি বহাল রাখার প্রতিশ্রুতি উল্লেখ ছিল৷ কিন্তু, নির্বাচনে জয়ী হয়েই ভোল বদল হয়েছে তাদের৷ গোপাল রায়ের কটাক্ষ, এখন মুখ্যমন্ত্রী বলছেন, সংবিধান মোতাবেক ১০৩২৩ জন শিক্ষকের জন্য পদক্ষেপ নেবে রাজ্য সরকার৷ তাঁর বক্তব্য, বামেরাও চাকুরিচ্যুত শিক্ষকদের ভাবাবেগ নিয়ে তামাশা করেছেন৷ বিজেপিও একই পথে হাঁটছে৷ তার দাবি, সংবিধানের ১৪২ ধারা মোতাবেক ভেলিডেশন অ্যাক্টের মাধ্যমে চাকুরিচ্যুত শিক্ষকদের চাকুরিতে বহাল রাখা সম্ভব৷ রাজ্য বিধানসভা কিংবা সংসদে ভেলিডেশন অ্যাক্ট পাস করালেই, এই আইনে চাকুরিচ্যুত শিক্ষকদের চাকুরিতে বহাল রাখা যাবে৷ তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা এবং উত্তর প্রদেশে এই আইনের সহায়তায় নেওয়া হয়েছে৷

এদিকে গোপালবাবু বেকার সমস্যা নিয়ে বলেন, মিস কল দিলেই চাকুরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণের কোনও লক্ষন দেখা যাচ্ছে না৷ বরং নয়া চাকুরিনীতি বানিয়েছে নতুন সরকার৷ তাঁর দাবি, অতি শীঘ্র নয়া চাকুরি নীতি বিজ্ঞপ্তি জারি করা হোক৷ পাশাপাশি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বয়সোত্তীর্ণ বেকারদের চাকুরি দেওয়ার দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *