BRAKING NEWS

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় প্রথম চারজন পরীক্ষার্থী, পাশের হার ৮৬.৭০ শতাংশ

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম শ্রেণির পরীক্ষার ফলাফল| সিবিএসই-র পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ প্রকাশিত হবে দশম শ্রেণির পরীক্ষার ফলাফল| কিন্তু, দুপুর একটার কিছু পরই প্রকাশিত হল ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় এবার মোট পাশের হার ৮৬.৭০ শতাংশ| ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার তুলনামূলক ভালোই| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় এবার ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছেন চারজন পরীক্ষার্থী| যথাক্রমে গুরুগ্রাম দিল্লি পাবলিক স্কুলের প্রখর মিত্তল, উত্তর প্রদেশের বিজনৌরের আর পি পাবলিক স্কুলের ছাত্রী রিমঝিম আগরওয়াল, উত্তর প্রদেশের শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ ও কেরলের কোচিনের ভবন বিদ্যালয়ের শ্রীলক্ষ্মী জি|
ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি| ছেলেদের পাশের হার ৮৫.৩২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.৬৭ শতাংশ| এ বছর পাশের ৮৬.৭০ শতাংশ| পরীক্ষায় বসেছিলেন ১৬,২৪,৬৮২ জন ছাত্র-ছাত্রী| উত্তীর্ণ হয়েছেন ১৪,০৮,৫৯৪ জন| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে, সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট www.cbse.nic.in. এবং cbse.nic.in থেকে| প্রসঙ্গত, সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছিল ৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর| শুভেচ্ছা বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ‘সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *