BRAKING NEWS

টানা দু’দিন ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহক ভোগান্তির আশঙ্কা

নয়াদিল্লি ও কলকাতা, ২৯ মে (হি.স.): পুনরায় ব্যাঙ্ক ধর্মঘট| একইসঙ্গে ভোগাতে পারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম)-ও| সাঁড়াশি চাপে তাই বুধবার ও বৃহস্পতিবার, টানা দু’দিন দুর্ভোগে পড়তে পারেন গোটা দেশের গ্রাহকরা| বেতনে না খুশ, মূলত বেতন বৃদ্ধির দাবিতেই বুধবার ও বৃহস্পতিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের আওতায় থাকা কর্মী ও অফিসারদের ন’টি সংগঠন| ২ শতাংশ বেতন বৃদ্ধি নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের প্রস্তাবের বিরোধিতা করে আগামী ৩০ মে ও ৩১ মে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মীরা| ফলে টানা দু’দিন ঝাঁপ বন্ধ থাকবে ব্যাঙ্কের| ধর্মঘটের আওতায় রয়েছে সমস্ত বেসরকারি ও বিদেশি ব্যাঙ্ক| এমনকি ভোগাতে পারে এটিএমও|
টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে দুর্ভোগে পড়বেন গ্রাহকরা, এমনটাই স্বাভাবিক| তাই গ্রাহকরাও এবার সচেতন হয়ে উঠেছেন| মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ব্যাঙ্কে ভিড় জমান গ্রাহকরা| উদ্দেশ্য একটাই, প্রয়োজনীয় টাকা হাতে রাখতে হবে| লম্বা লাইন ছিল এটিএম গুলিতেও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *