
সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in. এবং cbse.nic.in থেকে| প্রসঙ্গত, সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে পুনরায় নেওয়া হয়েছিল পরীক্ষা| দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছিল ৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত| প্রশ্নফাঁসের জেরে অর্থনীতির পরীক্ষা পুনরায় নেওয়া হয়েছিল গত ২৫ এপ্রিল|