BRAKING NEWS

কংগ্রেস-জেডি(এস) জোট নিয়ে ফের সরব বিজেপি, পাল্টা তোপ কংগ্রেসের

বেঙ্গালুরু, ২১ মে (হি.স.) : কার দখলে থাকবে কর্ণাটক তা নিশ্চিত হয়ে গেলেও বিজেপির সঙ্গে কংগ্রেসের বাকযুদ্ধ অব্যাহত। বিজেপি নেতা রাম মাধব ফের কংগ্রেস-জেডি(এস) জোট নিন্দায় মুখর হয়ে জানিয়েছেন, জনাদেশকে অগ্রাহ্য করে জেডি(এস) সঙ্গে কংগ্রেস যে অশুভ জোট গড়ে তুলেছে তা দুর্নীতির নবতম উদাহরণ।

অন্যদিকে সোমবার কংগ্রেস নেতা ডি কে শিবকুমার জানিয়েছেন, ‘রাহুল গান্ধী রাজ্যে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার স্বপক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। আর সেটা গোটা দেশের জন্যই প্রযোজ্য। সেই কারণে আমরা এই পদক্ষেপ(জেডিএস-এর জোট গড়ার) গ্রহণ করি। এটা আমরা কর্তব্য। তাই সমস্ত তিক্ততা আমি গিলে ফেলেছি।’ বিজেপির তরফ থেকে এই সরকারের স্থায়িত্ব নিয়েও আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। এর জবাবে ডি কে শিবকুমার বলেন, ‘সময়ই বলে দেবে। আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আমাদের মধ্যে অনেকগুলি ইস্যু রয়েছে। এবিষয়ে আমি এখনই কিছু বলতে চাইনা।’

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদ নিয়ে জেডি(এস) এবং কংগ্রেসের মধ্যে সরকার গড়ার আগেই তিক্ততা দেখা দিয়েছে। কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল জেডি(এস) থেকে প্রথম দফায় মুখ্যমন্ত্রী পদ বসবেন কুমারস্বামী। দ্বিতীয় দফায় কংগ্রেসের কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু কংগ্রেসের এই প্রস্তাব খারিজ করে দেন কুমারস্বামী। মন্ত্রিসভা নিয়ে দরকষাকষি করতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৭৮টি আসন। অন্যদিকে জেডি(এস) ঝুলিতে গিয়েছে ৩৭। আর মায়াবতীর বসপা পেয়েছে ১ টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *