BRAKING NEWS

চুক্তি ভিত্তিতে নিউরো সার্জন ও নিউরো এনেসথেসিস্ট নিয়োগ করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ মস্তিস্কে রক্তক্ষরণ এবং দূর্ঘটনাজনিত আঘাতের চিকিৎসার জন্য বহু রোগী বহিঃরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন৷ এরজন্য রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে দূর্বলতা এবং ঘাটতি দায়ী৷ তাই, চুক্তির ভিত্তিতে নিউরো সার্জন এবং নিউরো এনেসথেসিস্ট নিয়োগে সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, চুক্তির ভিত্তিতে নিউরো সার্জনকে মাসে ৩ লক্ষ টাকা এবং নিউরো এনেসথেসিস্টকে মাসে ২ লক্ষ টাকা বেতনে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷

আইনমন্ত্রীর কথায়, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে অনেক দূর্বলতা ও ঘাটতি৷ স্বাস্থ্যক্ষেত্রের প্রয়োজনীয় বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের যথেষ্ট অভাব রয়েছে৷ ফলে, রাজ্যের অধিকাংশ রোগীকে প্রায়ই বহিঃরাজ্যে ছুটে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য৷ তাঁর বক্তব্য, প্রাপ্ত তথ্যে দেখা গেছে প্রতিমাসে অন্তত ৩০ জন রোগী গড়ে মস্তিস্কজনিত বিভিন্ন সমস্যা এবং দূর্ঘটনাজনিত আঘাতের চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন৷ বিমানে এভাবে রোগীদের যাতায়াােত রাজ্যের প্রচুর অর্থ বাইরে চলে যাচ্ছে বলে মনে করে রাজ্য সরকার৷ তাই, চুক্তির ভিত্তিতে নিউরো সার্জন এবং নিউরো এনেসথেসিস্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷ এক্ষেত্রে নিউরো সার্জনকে মাসে তিন লক্ষ টাকা এবং নিউরো এনেসথেসিস্টকে মাসে দুই লক্ষ টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে৷ সাথে তাঁরা অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাও পাবেন৷ তাঁর কথায়, আগরতলায় জি বি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে রোগীদের সমস্ত রকমের চিকিৎসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ অস্ত্রোপচারের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো নিউরো সার্জনের পরামর্শ মতো গড়ে তোলা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *