BRAKING NEWS

মৃদু ভূকম্পন ইসলামাবাদ সহ উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানে, কম্পাঙ্ক ৫.৫

পেশোয়ার, ৯ মে (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ|ভূকম্পনের ঝাকুঁনিতে অনুভূত হয়েছে ইসলামাবাদ, পেশোয়ার, নৌশেরা, কোহাট, বান্নু এবং দীর জেলায়| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫| যদিও ৫.৫ তীব্রতার ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| পাকিস্তানের আবহাওয়া দফতর (পিএমডি) জানিয়েছে, বুধবার সকাল ৮.২৫ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে| ভূমিকম্পের উত্সস্থল ছিল বান্নু জেলায়, ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে| ভূকম্পন অনুভূত হয়েছে ইসলামাবাদ, নৌশেরা, পেশোয়ার, বান্নু এবং দীর জেলায়| প্রায় ১৫-২০ সেকেন্ড স্থায়ী হয় ভূকম্পন|

প্রশাসন সূত্রের খবর, ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান| ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয় মানশেরা, ডেরা ইসমাইল খান এবং অ্যাবোটাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন প্রান্তে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *