BRAKING NEWS

খাস জমিতে পার্টি অফিস, উচ্ছেদে নামছে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ সরকারী জমি দখল করে গড়ে উঠা রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নগুলির অফিস ঘর উচ্ছেদ অভিযানে নামবে পশ্চিম জেলা প্রশাসন৷ তাই সাত দিনের সময় সীমা বেঁধে দিয়ে তাদের উঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে৷ সোমবার সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার জেলা শাসক জানিয়েছেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে সরকারী জমি দখল করে গড়ে উঠা রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নের অফিস উচ্ছেদ অভিযানে নামবে জেলা প্রশাসন৷ এখনও পর্যন্ত ৭৮টি এমন অফিস ও বাড়ি চিহ্ণিত করা হয়েছে যেগুলি সরকারী জমির উপর গড়ে তোলা হয়েছে৷ তাদেরকে সাত দিনের মধ্যে জমির দখল ছেড়ে দিতে হবে৷ না হলে বলপূর্বক তাদের উচ্ছেদ করা হবে৷ পশ্চিম  জেলার জেলা শাসকের সাফ কথা আগামী সাত মে এর মধ্যে সরকারী জমি দখল করে গড়ে অফিস ঘর ভেঙ্গে ফেলা না হলে প্রশাসনের তরফে সেগুলি গুড়িয়ে দেওয়া হবে৷ এক্ষেত্রে কোন ক্ষয়ক্ষতি হলে জেলা প্রশাসন দায়ি থাকবে না৷ তিনি জানান, পঁচিশ দিন ধরে এই অভিযান চলবে৷ অভিযান চলাকালীন জেলা প্রশাসনের সাথে পুর নিগম, মহকুমা শাসক, টিএসআর, পুলিশ এমনকি আধা সামরিক বাহিনীকে রাখা হবে৷ প্রয়োজনে উচ্ছেদ অভিযান চলাকালীন ১৪৪ ধারাও জারি করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *