BRAKING NEWS

নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধে রাজ্য সরকারের কোন সদর্থক ভূমিকা নেই ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস এখনো জারী রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম৷ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে শুক্রবার জানিয়েছে, নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধে রাজ্য সরকারের (জোট) বিন্দুমাত্রও সদর্থক উদ্যোগ বা ভূমিকা নেই৷ স্বরাষ্ট্র দপ্তর টুটু জগন্নাথ৷ শাসক দলের চাপে সন্ত্রাস কারীদের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ গ্রহন করতে পারছে না৷ কি রাত কি দিন প্রতিক্ষন অবাধে সন্ত্রাস চালাচ্ছে শাসক দলের দুর্বৃত্তরা৷ দুর্বৃত্তরা বাইক বাহিনী তৈরী করে সন্ত্রাস করছে৷ কখনও কখনও পুলিশের সামনেই সন্ত্রাস চালাচ্ছে৷ রাজ্যে আধাফ্যাসিস্ট সন্ত্রাস করছে দুর্বৃত্তবাহিনী৷ আইনে শাসনের বিন্দুমাত্রও অস্তিত্ব নেই৷ জোট সরকার নিশ্চুপ৷

জিরানীয়া মহকুমা জুড়ে শাসক দলের দুর্বৃত্তদের সন্ত্রাস বন্ধে বিন্দুমাত্রও ভূমিকা নেই৷ প্রতি দিনই দিন রাতে সন্ত্রাস চলছে৷ বাড়ী ঘরে হামলা, দৈহিক নির্যাতন, লুট পাট, অর্থ আদায় বল পূর্বক হুমকির -হুহুতি চলছে৷

খয়েরপুর বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে হামলা হুহুতি, আক্রমণ, লুট -পাট, দৈহিক নির্যাতন করছে বিজেপি দুর্বৃত্তরা৷ গত ২৬ এপ্রিল রাতে খয়েরপুরের আর কে নগরের শন্তিনগরে সিপিআই(এম) কী রাজেশ সরকারের দুর্বৃত্তরা হামলা করে ঘরের দরজা ভেঙ্গে ঘরের সমস্ত সামগ্রী (যেমন-টিভি, ফ্রীজ, খাট-সহ অন্যান্য জিনিষপত্র) লুট পাঠ করে একটি পিক আপ ভেন গাড়ী নং টিআর০১এবি-১৬৭৩ করে নিয়ে যাওয়ার পথে বোধজংনগর থানার পুলিশ গাড়ীটি আটকায় এবং থানায় নিয়ে যায়৷ বাড়ীতে যখন হামলা চলছিল তখন এলাকা বাড়ী পুলিশকে খবর দিয়েছিল৷ পরবর্তী সময় ঐ এলাকায় স্থানীয় বিজেপি নেতা থানায় গিয়ে গাড়ীটি ছাড়িয়ে নিয়ে যায়৷ খয়েরপুর মৌরম নগরে পার্টি দরদী জন মোর্চার এর বাড়ীতে দুর্বৃত্তরা হামলা করে বাড়ীর লোক জনদের মারধোর করে এবং বাড়ীতে ভাড়া করা ৪/৫ টি গাড়ী ভাঙ্গচুর করে৷ ঘটনা পুলিশে জানানো হয়েছে লিখিতভাবে৷ গতকাল খয়েরপুর বাজারে এক পার্টি কর্মীকে দুর্বৃত্তরা মারধোর করেছে৷ গত ২৫ এপ্রিল খয়েরপুর পাশ্ববর্তী লক্ষ্মীপুর ভিলেজের খাস নোওয়াগাঁও নিবাসী সি পি আই (এম) কর্মী সুদীপ দে’র বণিক্য চৌমুহনীতে মুদির দোকানে বিজেপি দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুর করে৷ এরপর দুর্বৃত্তরা তাকে গাড়ীতে তুলে নিয়ে যায় এবং অধীক রাত অব্দি আটকিয়ে রেখে পরে ছেড়ে দিলেও তাঁর একটি আল্টো গাড়ী নং টিআর০১এটি-০২৫৫ গাড়ীটি দুর্বৃত্তরা নিয়ে যায়৷ ২দিন অতিক্রান্ত হলেও গাড়ীটি এখনও দেয় নি৷ তৎসঙ্গে সুদীপ দে-কে হুমকি দিয়ে জোর করে স্টাপ পেপারের ২টি কাগজে সে ২ লক্ষ ১২ হাজার টাকা দেনা বলে লিখে  নিয়েছে৷ উল্লেখিত প্রতিটি ঘটনাতে গোটা খয়েরপুর জুড়ে আতঙ্ক বিরাজ করছে৷ সিপিআই(এম) পশ্চিম জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি শাসক দলের দুর্বৃত্তদের আক্রমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ পার্টি প্রতিটি ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছে৷ রাজ্য সরকার ও শাসক দল বিজেপি’র নেতৃত্বদের দায়িত্ব শীল ভূমিকা পালনে আবেদন জানাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *