BRAKING NEWS

লামডিং-শিলচর রুটে রেল অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক হবে ট্রেন চলাচল

হাফলং (অসম), ২০ এপ্রিল (হি.স.) : প্রত্যাহৃত লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। রাজ্যের মুখ্যসচিব টিওয়াই দাস এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাছ থেকে তাঁদের দাবির ভিত্তিতে ইতিবাচক সাড়া পাওয়ায় অনির্দিষ্টকালীন রেল অবরোধ কর্মসূচি শুক্রবার ভোর থেকে প্রত্যাহার করেছে এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম। জানা গেছে, ছাত্র সংগঠনকে এ ব্যাপারে আলোচনা করতে বৈঠকে আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব দাস।
প্রসঙ্গত, এই রেল অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল। পাহাড় লাইনে অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে ওই রুটে সব যাত্ৰীবাহী ট্রেনের যাত্ৰা বাতিল করেছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। আজ তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহারে ফের ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে মালিগাঁওয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দফর সূত্রে জানা গেছে। তবে সরকারিভাবে এখনও এ ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি।
লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কাজ যখন শুরু হয়েছিল, তখন নিউহাফলং থেকে হারাঙ্গাজাও পর্যন্ত দীর্ঘ এলাকার অনেক গ্রামবাসীর জমি অধিগ্রহণ করেছিল রেল কর্তৃপক্ষ। ব্রডগেজ নির্মাণকাজের জন্য অনেকের কৃষিজমি নষ্ট হয়েছে। কিন্তু দীর্ঘ পাঁচ বছর থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে গরিমসি করছে রেল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠনটি গ্রামবাসীদের জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *