BRAKING NEWS

ধীরে ধীরে নগদ সঙ্কট সমস্যার সমাধান হবে, আশ্বাস এসবিআই চেয়ারম্যানের

মুম্বই ও নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): আগামী সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে নগদ সঙ্কট সমস্যার সমাধান হবে| দেশবাসীকে আশ্বস্ত করলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র চেয়ারম্যান রজনিশ কুমার| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসবিআই চেয়ারম্যান রজনিশ কুমার জানিয়েছেন, ‘আগামী সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে| এই ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য একটি ডিপার্টমেন্ট আছে| এই ধরনের ঘটনা এই প্রথম নয়| সিস্টেমে ৫০০ টাকার নোট বৃদ্ধির জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ইন্ডেন্ট দেওয়া হয়েছে|’ এসবিআই চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘এটি একটি অস্থায়ী পরিস্থিতি| সমস্যা সমাধানের জন্য সঠিক নগদ ব্যবস্থাপনা বজায় রাখতে হবে|’
এদিকে, নগদ সঙ্কট সমস্যার সমাধান প্রসঙ্গে অর্থমন্ত্রকের ডেপুটি সেক্রেটারি এস সি গর্গ জানিয়েছেন, ‘আমরা প্রতিদিন প্রায় ৫০০ কোটি ৫০০ টাকার নোট মুদ্রণ করি| মুদ্রণ আরও পাঁচগুণ বাড়াতে পদক্ষেপ নিয়েছি আমরা| আগামী কয়েকদিনের মধ্যে, প্রতিদিন ২৫০০ কোটি ৫০০ টাকার নোট মুদ্রণ করা হবে| এক মাসের মধ্যে সরবরাহ করা হবে, ৭০,০০০-৭৫,০০০ কোটি টাকা|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *