BRAKING NEWS

১২ বছরের কম বয়সের মেয়েদের ধর্ষণকারীদের ফাঁসির সাজা দেওয়া উচিত : মেনকা গান্ধী

নয়াদিলি, ১৩ এপ্রিল (হি.স.) : উন্নাও এবং কাঠুয়া গণধর্ষণ মামলায় দেশ জুড়ে হইচইয়ের মাঝে শুক্রবার কেন্দ্রীয় মহিলা এবং বিকাশ মন্ত্রী কেন্দ্রীয় মহিলা এবং বিকাশ মন্ত্রী মেনকা গান্ধী
গত কয়েকদিন উন্নাও-এর ঘটনা নিয়ে সরব রেয়েছে দেশ | এরই মাঝে প্রকাশ্যে আসে জম্মু-কাশ্মীরের কাঠুয়া এলাকায় এক ৮ বছরের নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার ঘটনা | যা নিয়ে শুক্রবার মুখ খুললেন কেন্দ্রীয় মহিলা এবং বিকাশ মন্ত্রী মেনকা গান্ধী | কেন্দ্রীয় মহিলা এবং বিকাশ মন্ত্রী মেনকা গান্ধী | এব্যাপারে তিনি আইন সংশোধনের কথা উল্লেখ করেন| পাশাপাশি তিনি বলেন, এই সাজা আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাগু করা যায় কিনা সে ব্যাপারে চিন্তার প্রয়োজন আছে| এই দুই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে মিডিয়ার সক্রিয়তায় তুমুল যে ঝড় উঠেছে সেব্যাপারে কিছুটা কটাক্ষের সুরেই সাংবাদিকদের বলেন, আপনারা কি মনে করেন দু’মিনিটে তদন্ত শেষ হয়ে যাক| তিনি এদিন বলেন এই ঘটনায় রাজ্য সরকার তদন্ত শুরু করেছে| মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রালয়ের আধিকারীক রাকেশ শ্রীবাস্তব জানিয়েছেন, আমরা আইনি তদন্তের পাশাপাশি ১২ বছরের কম বয়সের মেয়েদের ধর্ষকদের যাতে ফাঁসির সাজা দেওয়া হয় সেব্যাপারে প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছি|
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের কাঠুয়া এলাকায় এক ৮ বছরের নাবালিকার সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটানোর পর প্রমাণ লোপাটের জন্য তাকে হত্যা করা হয়| গত ২ এপ্রিল পুলিশের চার্জসিটে এই ঘটনার নৃসংশটা প্রকাশ হয়েছে| যে ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে| এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসার পর কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি গতকাল রাতে ঘোষণা করেছিলেন ধর্ষণ অথবা গণধর্ষণের মত ঘটনায় ফাঁসির সাজা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হবে|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *