BRAKING NEWS

দিল্লিতে কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার পশ্চিমবঙ্গের আইআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): দিল্লিতে কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার পশ্চিমবঙ্গের আইআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ | শুক্রবার সকালে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির নীলগীরি ছাত্রাবাসে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধর হয় বছর একুশের ওই পড়ুয়ার দেহ ৷
হোস্টেলের ঘরে আত্মঘাতী হলেন আইআইটি নয়াদিল্লির রসায়ন বিভাগের ছাত্র।
শুক্রবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা গোপাল মালু (২১) দেহ | দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির নীলগিরি বয়েস হোস্টেলে থাকত। এমএসসি প্রথম বর্ষের ছাত্র গোপাল মালু এখানে পড়াশুনা করতে এসেছিল। তবে কি কারণে এই আত্মহত্যা তা এখনও পরিষ্কার নয়। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী এই ছাত্রের কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি হোস্টেলের ঘর থেকে।
সূত্রের দাবি এর আগেও গত ১০ এপ্রিল ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ৷ সে যাত্রায় বেঁচে যায় গোপাল ৷ দিল্লির সফদারজঙ হাসপাতালে ভর্তিও করা হয় ৷ পরে সুস্থ হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ আত্মহত্যার চেষ্টা করাতেই মৃতর দাদা তার সঙ্গে ছিল এতদিন ৷ বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছিল তাকে যাতে এই ভবিষ্যতে পদক্ষেপ দ্বিতীয়বার না করে, কিন্তু তাতেও কোনও লাভ হলনা আখেরে ৷
গত ৫ এপ্রিল মুম্বই আইআইটিতে বিনশা যাদব(‌২১)‌ আত্মঘাতী হন। অবসাদে ভুগছিলেন বলেই তিনি আত্মহত্যা করেছিলেন বলে জানা গিয়েছে। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও মিল আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ‌‌পুলিশ তদন্তে নেমে খতিয়ে দেখছে ঠিক কী কারণে এমন আত্মহত্য়ার প্রবণতা দেখা দিচ্ছে আইআইটি ছাত্রদের মধ্যে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *