BRAKING NEWS

ঝোড়ো হাওয়ার দাপট ভেঙে পড়ল স্মৃতি শৌধ তাজ মহলের মূল ফটকের স্তম্ভ

আগ্রা, ১২ এপ্রিল (হি.স.) : ঝোড়ো হাওয়ার দাপট ভেঙে পড়ল স্মৃতি শৌধ তাজ মহলের মূল ফটকের স্তম্ভ | বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগের কারণেই তাজ মহলের দক্ষিণ দিকের মূল প্রবেশ পথের স্তম্ভটি ভেঙে যায়। এদিন ভোর থেকেই আগ্রা শহরে বৃষ্টি শুরু হয়। সঙ্গে চলে ঝোড়ো হাওয়ার দাপট। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সম্প্রতি তাজ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ দশকের পুরনো প্রেমের এই স্মৃতি শৌধতে তিন ঘণ্টার বেশি কোনও দর্শনার্থী থাকতে পারবে না। কারণ এত মানুষের ভার নিতে অক্ষম প্রায় ভঙ্গুর অবস্থার তাজ মহল। তাজ মহলকে রক্ষা করার জন্য যখন বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তখনই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এদিন ভোর থেকেই আগ্রা শহরে প্রচণ্ড ঝড়–বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আরও ২৪ ঘণ্টা এই ঝড়–বৃষ্টি চলবে। প্রবল দুর্যোগের কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুত সংযোগ চলে গিয়েছে। বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে মথুরা জেলার নন্দগাঁও, বৃন্দাবন, কোশি কালানে বহু টাকার ফসল নষ্ট হয়ে গিয়েছে। বিশেষ করে নষ্ট হয়েছে আলু। উত্তরপ্রদেশের মথুরাতে ভারী ঝড়–বৃষ্টির জেরে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঝড়–বৃষ্টির দাপটে টিনের ছাদ ভেঙে পড়ে ওই তিন শিশুর মাথায়। আর তাতেই মৃত্যু হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *