BRAKING NEWS

এয়ার ইন্ডিয়ার অংশীদারি কিনতে আগ্রহী চারটি আন্তর্জাতিক বিমানসংস্থা

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : দীর্ঘদিন ধরে লোকসানে চলা এয়ার ইন্ডিয়ার অংশীদারি কিনতে আগ্রহী চারটি নামী আন্তর্জাতিক বিমানসংস্থা। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ, লুফৎহানসা ও সিঙ্গাপুর এয়ারলাইন্স। এছাড়া আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের বিমানসংস্থা গালফ্‌ কেরিয়ারও।
দীর্ঘদদিন ধরে লোকসানে চলছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাটি। তাই এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে ব্রিটিশ এয়ারলাইন্সের মূল সংস্থা ইনটারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে তারা ভারতে ভিস্তারার পরিসেবা বিস্তারের ব্যাপারের ওপরেই জোর দিচ্ছে। তবে এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণের ব্যাপারে তারা আলোচনার দরজা সবসময়ই খুলে রাখছে বলে জানিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *