BRAKING NEWS

ভারতের তৈরি প্রতিরক্ষা সামগ্রী বিদেশের বাজারে রপ্তানিতে সক্ষম, জানালেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলারমন

চেন্নাই, ১১ এপ্রিল (হি.স.) : ভারতীয় সেনা জওয়ানদের জন্য উন্নতমানের জ্যাকেট বরাদ্দের বিষয়ে সংসদের স্থায়ী সমিতির সুপারিশে পাঠানো হয়েছে৷ অথচ এই সুপারিশ এখনও কেউ পড়ে উঠতে পারেন নি৷ তাই এনিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা ঠিক নয় বলে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলারমন৷

বুধবার ডিফেন্স এক্সপোর মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলারমন বলেন, জওয়ানদের জন্য উন্নতমানের জ্যাকেট বরাদ্দের জন্য কোনও সংস্থাকে বরাদ্দ দেওয়া হতে পারে৷ তবে দেশের তৈরি মিশাইল নির্মাণে অনেক দেশ অাগ্রহ দেখিয়েছে৷ এই সমস্ত দেশের নাম প্রকাশ্যে নেওয়া ঠিক হবে না বলেও তিনি জানান৷ এক প্রশ্নের জবাবে তিনি অারও বলেন, দেশীয় প্রতিরক্ষা সামগ্রী বিদেশের বাজারে বিক্রির ক্ষেত্রে ডিফেন্স এক্সপো একটি প্রয়াস মাত্র৷ এখনও পর্যন্ত ভারত অন্যান্য দেশ থেকে প্রতিরক্ষা সামগ্রী অামদানি করে থাকে৷ কিন্তু এবার থেকে ভারত প্রতিরক্ষা সামগ্রী নিজেরাই তৈরি করে বিদেশের বাজারে রপ্তানি করতে সক্ষম৷ এজন্য এখানে বিভিন্ন দেশকে অামন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা নিজেদের ক্ষমতা জাহির করতে পারে৷ ভারত সরকারের নিজস্ব প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিঅারডিও সহ অারও সহযোগী ৫০ সংস্থা নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে৷ ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে ছোট ছোট সামগ্রী তৈরি করে বিদেশে রপ্তানি করছে৷ তিনি অারও বলেন, একনও পর্যন্ত দিল্লিতে চতুর্থবার ডিফেন্স এক্সপো হয়েছে৷ নবমবার গোয়াতে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর করেছিলেন৷এবার দশমবার তামিলনাড়ুতে অনুষ্ঠিত হচ্ছে৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিফেন্স এক্সপো তামিলনাড়ুতে করার একমাত্র উদ্দেশ্যে যে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থানও৷ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে বেসরকারি সংস্থা থেকে গোপনীয়তা নষ্ট হওয়ার প্রশ্নে তিনি ভিন্ন মত জানিয়ে বলেন, প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে বেসরকারি সংস্থাগুলো অনেক উন্নতি সাধন করেছে৷ সরকারি সংস্থাগুলো প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে কাজ চালিয়ে যাচ্ছে, তবে বেসরকারি ক্ষেত্রে এর ভবিষত অনেক উজ্জ্বল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *