BRAKING NEWS

পীযুষ গোয়েলের পারিবারিক সংস্থার বিরুদ্ধে তিন হাজার গুণ লাভের অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের স্ত্রী সীমার মালিকানাধীন একটি কোম্পানি গত ১০ বছরে পরিশোধিত মূলধনের তিন হাজার গুণ লাভ করেছে বলে অভিযোগ তুলল কংগ্রেস| যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

রেলমন্ত্রী পিয়ূষ গোয়েল

কংগ্রেসের অভিযোগ, রাকেশ আগরওয়াল ও শিরিদি ইন্ডাস্ট্রিজের মুকেশ বনশলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিজেপির ক্যাবিনেট মন্ত্রীর। তাদের আরও অভিযোগ, এই ফার্মের কর্পোরেট ফাইলে এই আয়কে সাধারণ ব্যবসায়িক আয় হিসেবে বর্ণিত করা হয়নি। ২০১০ সাল পর্যন্ত দুই বছরের জন্য পীযূষ গোয়েল শেরিডি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ডিরেক্টর ছিলেন। কংগ্রেস মুখপাত্র পবন খেরা এ প্রসঙ্গে জানান, ২০০৫-০৬ অর্থ বছরে অ্যাডভাইসর প্রাইভেট লিমিটেড নামে ওই কোম্পানি এক লাখ টাকা পরিশোধিত মূলধনে ৩০ কোটি টাকা লাভ করে, যা পরিশোধিত মূল্যের তিন হাজার গুণ। তিনি বলেন, পীযূষ গোয়েল ও তাঁর স্ত্রী সীমা ইন্টারকান অ্যাডভাইসারদের মালিক।এই অভিযোগের নিন্দা করে বিজেপি একটি বিবৃতিতে জানিয়েছে, কংগ্রেস যে অভিযোগ তুলছে তা ২০০৫-০৬ সালের। ইন্টারকন অ্যাডভাইজার প্রাইভেট লিমিটেডের হয় অনেক পরে। ২০১৪ সালের মে মাসে ওই কোম্পানি থেকে পদত্যাগ করেন পীযূষ গোয়েল। কংগ্রেস মিথ্যা অভিযোগ আনছে তাঁর বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগের মধ্যে সত্যতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *