BRAKING NEWS

দক্ষিণ চিন সাগরে বিমান মহডায় মার্কিন সেনা

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : চিনের পর এবার দক্ষিণ চিন সাগরে শুরু হল মার্কিনি বিমান মহড়া৷ যদিও পেন্টাগণ একে মার্কিন মিলিটারির ট্রেনিং চলছে বলে জানানো হয়েছে৷ উল্লেখ্য, কিছুদিন আগে দক্ষিণ চিন সাগরেই মহড়া দিয়েছিল চিনা নৌসেনা৷ মাত্র ২০ মিনিটের ব্যবধানে ক্যারিয়ার থেকে ২০টি এফ-১৮ যুদ্ধ বিমানর জেট উঠল ও নামল৷

স্ট্রাইক গ্রুপ কম্যান্ডার রিয়ার অ্যাডমিরাল স্টিভ কোয়েহলের জানিয়েছেন, তাঁরা চারপাশে চিনা জাহাজ দেখতে পেয়েছেন৷ কিন্তু তারা শুধু ট্রেনিংই করছেন বলে মন্তব্য করেন তিনি৷ দক্ষিণ চিন সাগরে চিনের বায়ুসেনা ও নৌসেনার বিশাল মহড়ার পরই সেখানে ট্রেনিং শুরু করল৷ তারাও আকাশ ও জল দুই পথেই মহড়া দিল৷ জানা গিয়েছে, বেজিংয়ের উপস্থিতি সত্ত্বেও দক্ষিণ চিন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল দেওয়া বন্ধ হবে না৷ উত্তেজনা বাড়িয়ে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা৷ সাগরে টহল আমেরিকা অব্যাহত রাখবে৷ ম্যানিলা উপসাগরে নোঙ্গরকারী মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসন থেকে মার্কিন সেনা অাধিকারিক টিম হকিন্স দাবি করেন, দক্ষিণ চিন সাগরে তৎপরতা, প্রশিক্ষণ এবং উড্ডয়ন করার অধিকার আন্তর্জাতিক আইনে দেওয়া হয়েছে। গত সাত দশক ধরে এই অঞ্চলে মার্কিন নৌ বাহিনী টহল দিচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, নিরাপত্তা এবং অবাধ বাণিজ্য নিশ্চিত করতে এই তৎপরতা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *