BRAKING NEWS

ভারতের ঝুলিতে আরও একটি সোনা, ২৫ মিটার পিস্তল শ্যুটিংয়ে স্বর্ণপদক জিতলেন হিনা সিধু

গোল্ড কোস্ট, ১০ এপ্রিল (হি.স.): ভারতের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক এনে দিলেন ২৮ বছর বয়সী শ্যুটার হিনা সিধু| অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত ২০১৮ সালের কমনওয়েলথ গেমস-এর শ্যুটিং বিভাগে সোনা জিতলেন হিনা সিধু| মঙ্গলবার বেলমন্ট শ্যুটিং সেন্টারে মহিলাদের ২৫ মিটার পিস্তল শ্যুটিং (প্রিসিশন/র্যাপিড) ফাইনালে দেশের জন্য সোনা জিতলেন হিনা সিধু| এদিন শুরু থেকেই প্রথম তিনে ছিলেন হিনা| অস্ট্রেলিয়ার এলানা গালিয়াবোভিচের থেকে ৫,৫,৪,৪,-এ এগিয়ে ছিলেন হিনা| শেষ শটে ৩ ও ৪ পয়েন্ট স্কোর করে এক নম্বরে নিজের জায়গা পাকা করে নেন হিনা|
প্রসঙ্গত, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালের কমনওয়েলথ গেমস ভালোই কাটছে হিনা সিধুর| ২০১৮ কমনওয়েলথ গেমসে এ পর্যন্ত দু’টি পদক জিতলেন হিনা সিধু| একটি হল সোনা এবং অপরটি রুপো| কমনওয়েলথ ছাড়াও আরও একটি পদক জিতেছেন হিনা সিধু| আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে ১০ মিটার মিক্সড টিম এয়ার পিস্তল ইভেন্টে সতীর্থ জিতু রাইয়ের সঙ্গে স্বর্ণপদক জেতেন হিনা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *