নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ সমস্ত সরকারী কর্মচারীদের কাছ থেকে কাজের হিসেব নেওয়া হবে৷ হিসেব দিতে না পারলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷
বুধবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সপ্তম বেতন কমিশন লাগু করার জন্য কমিটি বানানো হয়েছে৷ পি পি ভার্মার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে৷ দুয়েক দিনের মধ্যেই আসামের অর্থ মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা তাঁকে নিয়ে রাজ্যে আসবেন৷ এই কমিটি রিপোর্ট দিলেই সপ্তম বেতন কমিশন লাগু করবে রাজ্য সরকার৷ তাতে প্রশ্ণ উঠে, রাজ্যে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মসংসৃকতির সাপেক্ষে সপ্তম বেতন কমিশন দেওয়ার যৌক্তিকতা আদৌ রয়েছে কি না৷
জবাবে মুখ্যমন্ত্রী বলেন, সরকারী দপ্তরগুলিতে কর্মসংসৃকতি ছিল কিনা, সেবিষয়ে পেছনে তাকাতে চাই না৷ কিন্তু, সমস্ত সরকারী কর্মচারীদের কাছে আবেদন রইল সময়ের কাজ সময়ে সমাপ্ত করুন৷ কারণ, কিছুদিন পর থেকেই সমস্ত সরকারী কর্মচারীদের কাছ থেকে কাজের হিসেব নেওয়া হবে৷ ৯ মার্চের পর থেকে কর্মচারীরা কি কাজ করেছেন, তার হিসেব দিতেই হবে৷
মুখ্যমন্ত্রীর হুশিয়ারী, সরকারী কর্মচারীরা কাজের হিসেব দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷ মুখ্যমন্ত্রীর কথায়, ফাইল সিস্টেম বদলানো হবে৷ সমস্ত সরকারী দপ্তরে ই-ফাইল সিস্টেম চালু করা হবে৷ তাতে, নজরদারী চালানো সহজ হবে৷ কোন সরকারী কর্মচারী কাজ ফেলে রাখছেন কিনা, তার হিসেব সহজেই মিলবে৷