অমরাবতী(অন্ধ্রপ্রদেশ), ১৯ মার্চ (হি.স.): এনডিএ ছেড়ে বেরিয়ে আসার পরে নিজের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক গোছাতে লেগে পড়লেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু। সোমবার তেলেগু দেশমের সংখ্যালঘু সেলের কর্মীদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, ওয়াইএসআর কংগ্রেস নয় টিডিপিই তিন তালাক প্রসঙ্গে সরব হয়ে উঠেছিল। আমি বিজেপি নেতাদের বলেছিলাম তিন তালাককে নিষিদ্ধ করাটা ঠিক নয়। আমিই প্রথম যে এই বিষয়ে বিরোধীতা করেছিলাম। এনডিএয়ের শরিক হয়ে আমরা মনে করেছিলাম বিজেপি রাজ্যের(অন্ধ্র প্রদেশ) প্রতি সুবিচার করবে। কিন্তু কোনও কিছুই হয়নি। আমরা ৪ বছর অপেক্ষা করেছি। কিন্তু তা কোনও কাজেই এল না। এমনকি শেষ বাজেটেও কোনও সুবিচার পাইনি।
অন্যদিকে, সংখ্যালঘু সেলের কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা টিডিপিকে বরাবরই সমর্থন করে এসেছেন। কিন্তু আমাদের সঙ্গে বিজেপির জোটবদ্ধ থাকার জন্য আপনারা অখুশি ছিলেন। আমরা মুসলমানদের কল্যাণের জন্য কাজ করে চলেছি।প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা না দেওয়ার জন্য সম্প্রতি এনডিএ ছেড়েছে টিডিপি। সোমবার বিজেপি তথা এনডিএ-র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তারা। যাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি।