BRAKING NEWS

পাকিস্তান চায় না ভারত শান্তিতে থাকুক : বিএসএফ

শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ভারত শান্তিতে থাকুক পাকিস্তান মোটেও তা চায় না| পাক সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রসঙ্গে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ইন্সপেক্টর জেনারেল (আইজি) সোনালি মিশ্র| বুধবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক হামলায় শহিদ হন কনস্টেবল এস কে মুর্মু| বুধবারের হামলার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার সকালে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী| বৃহস্পতিবার সকালে উরি সেক্টরের হাজিপীর এলাকায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও জনবসতিপূর্ণ গ্রাম লক্ষ্য করে অতর্কিতে গোলাগুলি বর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, পাক গোলায় উরি সেক্টরের সীমান্ত সংলগ্ন বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে|
পাকিস্তানের লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রসঙ্গে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ইন্সপেক্টর জেনারেল (আইজি) সোনালি মিশ্র বলেছেন, ‘ভারতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, পাকিস্তান তা মোটেও চায় না| এই কারণে তারা বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে| বুধবারও সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান| যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী এবং সেনাবাহিনী|’
প্রসঙ্গত, প্রায় প্রতিদিনই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান| কখনও উরি সেক্টরে, কখনও আবার পুঞ্চে| বুধবারই জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক হামলায় শহিদ হন কনস্টেবল এস কে মুর্মু|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *