নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবীতে শনিবার বিশেষ পর্যবেক্ষক আর কে পঞ্চনন্দার সাথে দেখা করেছে সিপিএম ও বিজেপি৷ নিরাপত্তা সুনিশ্চিতের পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার দাবীতেও সরব হয়েছে দুই দল৷
সিপিএমের এক প্রতিনিধি দল রাতে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক রঞ্জিত পঞ্চনন্দার সাথে দেখা করে রাজ্যের কয়েকটি নির্বাচন ক্ষেত্রে আইপিএফটির দুর্বৃত্তরা ভোটারদের ভীতি প্রদর্শন করছে বলে বুথের তালিকাসহ সুনির্দিষ্ট অভিযোগ করেন৷ এর মধ্যে রয়েছে টাকারজলা (উপজাতি সংরক্ষিত) কেন্দ্র, আশারামবাড়ি (উপজাতি সংরক্ষিত) কেন্দ্রের কিছু বুথ, সিমনা (উপজাতি সংরক্ষিত) কেন্দ্রের কিছু বুথ, মজলীশপুর কেন্দ্রের কিছু বুথ৷ সিপিআই (এম) প্রতিনিধি দল অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশ রক্ষার সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে এলাকায় পাহাড়াদারীর ব্যবস্থা করার জন্যও বলেন৷ তাছাড়া প্রতিনিধিরা রাজ্যের পূর্ব সীমান্তে বিএসএফের নজরদারী শক্তিশালী করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়৷ সিপিআই(এম) এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষ নির্বাচন পর্যবেক্ষক জানান সবার ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা সুনিশ্চিত করা হবে৷ প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ ও রাজ্য কমিটির সদস্য হরিপদ দাস৷
এদিকে, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এদিন সকালে নির্বাচন দপ্তরে বিশেষ পর্যবেক্ষক আর কে পঞ্চনন্দার সাথে দেখা করেন৷ তাঁকে বিপ্লববাবু নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন৷ বিপ্লব দেব জানিয়েছেন, রাজ্যের কিছু কিছু এলাকা সম্পর্কে তিনি চিন্তিত সেই বিষয়গুলি শ্রী পঞ্চানন্দাকে জানিয়েছেন তিনি৷ ঐ সমস্ত এলাকাগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়নের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অনুরোধ তিনি জানিয়েছেন৷ এদিন বিপ্লববাবু বলেন, মানুষ রবিবার সতস্ফুর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি মনে করেন৷ পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷