নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ নির্বাচনী বিধিভঙ্গের দায়ে ৫৭ নং বিধানসভা কেন্দ্রের ৬ নং বুথের বিএলও পল্লব চক্রবর্তীকে আটক
করেছে পুলিশ৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, যুবরাজনগর কেন্দ্রের বিএলও হিসেবে নিযুক্ত পল্লব চক্রবর্তী (৪৩) এর বাড়ি দেওয়ানপাশায়৷ দুপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সহ বিভিন্ন এলাকার বহু ভোটার কার্ড নিয়ে ঘুরতে দেখ এলাকার জনগণ৷ তাকে আটক করা হয়৷ এলাকার বিজেপি কর্মীরা যখন ঐ বিএলওকে আটক করে এবং জানতে চায় কি কারণে সরব প্রচার শেষ হওয়ার পর বাড়ি বাড়ি ভোটার তালিকা ও ভোটার পরিচয়পত্র নিয়ে ঘুরছেন, উত্তরে তিনি বলেন কয়েকটি ভোটার কার্ড দেওয়া বাকি রয়েছে৷ সেগুলি দিতেই নাকি তিনি গিয়েছেন৷ কিন্তু জনগেণর প্রশ্ণ কেন এতদিন দেওয়া হল না বা কেনই সময় অতিক্রম করে নির্বাচনী বিধিকে অমান্য করা হল৷ তবে কাছ থেকে সরসপুর ৫৪ নং কেন্দ্রেও ৫৬ নং কেন্দ্রের ৫৪ নং কেন্দ্রের বিভিন্ন এলাকাতে অনেকগুলি ভোটার আই কার্ড পাওয়া গিয়েছে, পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ছুটে আসে৷ সঙ্গে এলাকার অতিরিক্ত রিটার্নিং অফিসার৷ অতিরিক্ত রিটার্নিং অফিসার নিজেও অবাক৷ তিনিও বললেন কেন বিএলও পল্লব চক্রবর্তী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এইকাজগুলি করতে গেলেন৷ এলাকার জনগণের অভিযোগ এই বিএলও শাসক দলের হয়ে কাজ করতেই নির্বাচনী নিয়মকে অমান্য করেছেন৷ পুলিশ জনগণের সংঘবদ্ধ অভিযোগ মূলে বিএলও পল্লব চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে যান৷