BRAKING NEWS

দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় জুতোর ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, সাত সকালে আতঙ্ক

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক আউটার দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায়| সোমবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি জুতোর ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| দমকলের সাতটি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন|
দিল্লি দমকলের মুখ্য দমকল কর্তা অতুল গর্গ জানিয়েছেন, সোমবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি জুতোর ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| আগুনের সূত্রপাত হয় জুতো ফ্যাক্টরির গ্রাউন্ড ফ্লোরে| মুহূর্তের মধ্যে গোটা গ্রাউন্ড ফ্লোরে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট সাতটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| জুতোর ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে| প্রসঙ্গত, এদিন রাজধানীর মঙ্গলপুরি এলাকায় অবস্থিত একটি জুতোর ফ্যাক্টরিতেও ভয়াবহ আগুন লাগে| দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে|
উল্লেখ্য, আউটার দিল্লির নারেলা ও বাওয়ানা শিল্পাঞ্চল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহুতল অবৈধ কারখানা| গত মাসেই আউটার দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলের একটি বেসরকারি বাজি কারখানায় বিধ্বংসী আগুন লাগে| ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৭ জন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *