BRAKING NEWS

জয়ললিতার প্রতিকৃতি সরানোর আবেদন জানিয়ে হাইকোর্টে ডিএমকে

চেন্নাই, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : তামিলনাড়ু বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রতিকৃতি সরানোর আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী শিবির। ডিএমকের দাবি দুর্নীতিতে দোষী সাব্যস্ত জয়ললিতার ছবি বিধানসভার মর্যাদা ক্ষুন্ন করে৷
এদিন বিধানসভায় জয়ললিতার প্রতিকৃতি উন্মোচনের কিছুক্ষণ পরই মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করে ডিএমকে৷ পিটিশনের মূল বক্তব্য জেলের সাজাপ্রাপ্ত এক আসামীর ছবি বিধানসভার মর্যাদা ক্ষুন্ন করে৷ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় জয়ললিতার জেল হয়েছিল৷ এমন একজনের ছবি বিধানসভায় মোটেই শোভা পায় না৷
সোমবার তামিলনাড়ু বিধানসভায় প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রতিকৃতি প্রতিকৃতি উন্মোচন করেন স্পিকার পি ধানপাল ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভেমকে৷ এছাড়াও উপস্থিত ছিলেন এডিএমকের মন্ত্রী ও বিধায়কেরা৷ তবে এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি শশীকলার ভাইপো দীনাকরণকে ৷ এই অনুষ্ঠান বয়কট করে বিরোধীরা | ডিএমকে, কংগ্রেস সহ বিরোধীরা আগেই অনুষ্ঠান বয়কট করার কথা ঘোষণা করেছিল৷ ফলে তারা এই অনুষ্ঠান থেকে দূরে থাকে৷
বিরোধী দল ডিএমকের অভিযোগ, দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত এক আসামীর এই সম্মান মোটেই প্রাপ্য নয়৷ এই অভিযোগে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠান বয়কট করে তারা৷ বিধানসভা থেকে জয়ললিতার প্রতিকৃতি সরানো নিয়ে ইতিমধ্যে মাদ্রাস হাইকোর্টে পিটিশন দায়ের করেছে ডিএমকে৷ এদিন বিধানসভায় জয়ললিতার প্রতিকৃতি উন্মোচনের কিছুক্ষণ পরই মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করে ডিএমকে৷ পিটিশনের মূল বক্তব্য জেলের সাজাপ্রাপ্ত এক আসামীর ছবি বিধানসভার মর্যাদা ক্ষুন্ন করে৷ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় জয়ললিতার জেল হয়েছিল৷ এমন একজনের ছবি বিধানসভায় মোটেই শোভা পায় না৷ এদিকে জয়ললিতার প্রতিকৃতি বিধানসভায় রাখা নিয়ে আপত্তির কিছু খুঁজে পাচ্ছে না সরকার পক্ষ৷
সাত ফুট লম্বা ছবিতে আম্মাকে তাঁর ট্রেডমার্ক সবুজ শাড়িতে তুলে ধরা হয়েছে৷ প্রতিকৃতিটি অঙ্কন করেছেন আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আর মাথিয়াজহাগান৷ এই প্রথম তামিল বিধানসভার দেওয়ালে কোন মহিলার ছবি শোভা পাবে ৷ তামিল বিধানসভায় আরও দশজনের প্রতিকৃতি রাখা আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *