BRAKING NEWS

সুঞ্জওয়ান সেনা ছাউনিতে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান অব্যহত, উদ্ধার একে ৪৭

জম্মু, ১১ ফেব্রুয়ারি (হি.স.): জম্মুর সুঞ্জওয়ান সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন জঙ্গিকে খতম করা হয়েছে। শহিদ হয়েছেন সেনাবাহিনীর ২ জেসিও। প্রায় ২৭ ঘন্টা পেরিয়ে গেলেও সুঞ্জওয়ান সেনা ছাউনিতে এখনও জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা জওয়ানরা। মনে করা হচ্ছে আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ওই সেনা ছাউনিতে। তাদের বিরুদ্ধেই অভিযানে নেমেছে সেনাবাহিনী।

উল্লেখ্য, শনিবার ভোর ৪টে ৫৫মিনিট নাগাদ জম্মু শহরের গান্ধীনগরের কাছে চেন্নি এলাকার সুঞ্জওয়ান সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় একদল জঙ্গি। অবিরাম গুলি ও গ্রেনেড বর্ষণ করতে করতে সেনা ছাউনিতে ঢুকে পড়ে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া হয় ভারতীয় সেনার পক্ষ থেকে। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন এক সেনা হাবিলদার এবং তার মেয়ে। অন্যদিকে সূত্রের দাবি মৃত জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি এবং বেশ কয়েকটি এ কে ৪৭ রাইফেলও উদ্ধার করা হয়েছে। পাকিস্তান মদতপুষ্ট জৈশ-ই- মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠন এই জঙ্গি হামলা চালিয়েছে। শনিবার গভীর রাতেও সুঞ্জওয়ান সেনা ছাউনি থেকে গুলির আওয়াজ শোনা গিয়েছে।

সেনা ছাউনির ভেরত থেকে গুলির আওয়াজ এখনও শোনা যাচ্ছে। সংঘর্ষ এখনও চলছে। শনিবার জঙ্গি-সেনা সংঘর্ষের কারণে সুঞ্জওয়ান সেনা ছাউনির ৫০০ মিনিটের মধ্যে থাকা স্কুলগুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওইদিন জঙ্গি হামলার বিষয়ে জম্মুর আইজিপি এস ডি সিং জামওয়াল জানিয়েছেন,  ৪টে৫৫মিনিট নাগাদ সন্দেহজনক গতিবিধির দেখে সতর্ক হয়ে যায় জওয়ানরা। সেনা বাঙ্কারকে লক্ষ্য করে গুলি করা হয়। পাল্টা জবাব দেওয়া দেয় জঙ্গিরা। কতজন সন্ত্রাসবাদী ছিল তা এখনও জানা যায়নি। সেনা আবাসনের ভেতরে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সংঘর্ষ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *