BRAKING NEWS

মাতাবাড়ির পর কাকড়াবনে সিপিএম ক্যাডার সন্ত্রাস, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ ফেব্রুয়ারি৷৷ গোমতী জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে শাসক দল সিপিএমের বিরুদ্ধে ক্যাডর

বুধবার কাকড়াবনে বিজেপির কর্মীরা ক্যাডার সন্ত্রাসের প্রতিবাদে পথ অবরোধ করেছেন৷ ছবি নিজস্ব৷

সন্ত্রাসের গুরুতর অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার ৩২ মাতাবাড়ী বিধানসভা কেন্দ্রের দাতারামে বিজেপি প্রার্থী জনসংযোগ করে বাড়ি বাড়ি প্রচারে গেলে বাধাপ্রাপ্ত হন ও অশ্লীল ভাষায় গালিগালাজের শিকার হয়েছিলেন৷ তারই প্রতিবাদে মঙ্গলবার মাতাবাড়ি কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকরা ব্রহ্মাবাড়িতে জাতীয় সড়ক অবরোধ করেছিল৷ পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল৷

কিন্তু ঘটনার চবিবশ ঘন্টা না যেতেই বুধবার সকালে ৩৩ কাকড়াবন- শালগড়া বিধানসভা কেন্দ্রের কিশোরগঞ্জ এলাকায় বিজেপি প্রার্থী জিতেন মজুমজার অভিযোগ করনে ঐ এলাকায় কিছু সিপিএম ক্যাডার বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি জনসংযোগ ভোট প্রচারে প্রথমে বাধা দেয় এবং পরে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেয়৷ সিপিএম ক্যাডারদের আক্রমণে বিজেপির বেশ কয়েকজন জখম হয়েছেন৷ এই ঘটনার বিষয়ে কাকড়াবন থানার পুলিশকে অবহিত করা হলেও পুলিশ কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি৷ তাই প্রতিবাদ আন্দোলন স্বরূপ বিজেপি কর্মীরা কাকড়াবন মোটরস্ট্যান্ড সহ তিন জায়গায় সড়ক অবরোধ করে৷ টায়ার জ্বালিয়ে দেওয়া হয়৷ তাদের দাবি আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে৷ পথ অবরোধের খবর পেয়ে পুলিশ সুপার সহ পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে যান৷ অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বিপ জমাতিয়া এবং এসডিপিও পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়ার জন্য বিজেপি কর্মীদের অনুরোধ জানান৷ সেই সাতে আশ্বাস দেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে৷ পেট্রোলিংয়ের মাত্রাও বাড়ানো হবে৷ এই আশ্বাস পেয়ে পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ প্রসঙ্গত, নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে রাজ্যের রাজনৈতিক হিংসার ঘটনা ততই বেড়ে চলছে৷ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *