BRAKING NEWS

এদেশে রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে ঃ তরুণ গগৈ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ কংগ্রেসের ব্যর্থতার কারণে আসামে বিজেপি ক্ষমতায় এসেছে, তা মানতে রাজি

বুধবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ ছবি নিজস্ব৷

নন সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ তাঁর কথায়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসামের মসনদ দখল করেছে বিজেপি৷ বুধবার রাজ্য সফরে এসে সাংবাদিক সম্মেলনে একথা বলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ সাথে তিনি যোগ করেন, নির্বাচনে কালো টাকা ব্যবহার করে বিজেপি৷ তাঁর মতে, এদেশে রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে৷

এদিন শ্রী গগৈ সিপিএম সম্পর্কে খুব একটা চড়া সুরে কথা বলেননি৷ তবে, সিপিএম এবং বিজেপির মধ্যে নীতিগত কোন ফারাক নেই বলে তিনি দাবি করেন৷ তাঁর কথায়, উভয় রাজনৈতিক দলই মিথ্যা প্রতিশ্রুতির উপর নির্ভর করে ক্ষমতা দখলে ব্যস্ত৷

শ্রী গগৈ প্রশ্ণ তুলেন, নির্বাচনের প্রচারে বিমান, হেলিকপ্ঢার এবং হাজার হাজার গাড়ি বন্দোবস্ত কিভাবে হচ্ছে৷ তিনি জানতে চেয়েছেন, বিজেপি সর্বভারতীয় সভাপতির ছেলের সম্পত্তি কিভাবে বেড়েছে৷ তাঁর মতে, বিজেপি নির্বাচনে কালো টাকা ব্যবহার করছে৷ দেশের পূঁজিপতিদের কাছ থেকে আদায় করা অর্থেই নির্বাচনী ব্যয়ভার বহন করছে বিজেপি৷ তাঁর সাফ কথা, এদেশে রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে৷ তাই তিনি মনে করেন, সিপিএম কিংবা বিজেপি ক্ষমতায় আসলে ত্রিপুরার কোন লাভ হবেনা৷ কারণ, সিপিএমও দুর্নীতিতে নিমজ্জিত৷ তিনি বলেন, দেশবাসীর জন্য কাজ করার বদলে বিজেপি নিজেদের জাহির করতেই ব্যস্ত৷ প্রচারে চমক দিতে তারা খুবই পটু৷

এদিন তিনি সমালোচনা করে বলেন, আসামে নির্বাচনের আগে পৃথক বড়োল্যান্ড নিয়ে সরব হয়েছিল বিজেপি৷ এরাজ্যেও তারা তিপ্রাল্যান্ডের দাবির প্রতি সমর্থন জানাচ্ছে৷ আসামে এডিসিকে শক্তিশালী করার বদলে তারা পরিষদ গঠন করেছে৷ তাতে, মানুষ উপকৃত হননি৷ এই রাজ্যেও তারা একই নীতি অবলম্বন করবে বলে দাবি তরুণ গগৈর৷

আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন ড হিমন্তবিশ্ব শর্মা সম্পর্কেও সরব হয়েছেন৷ তাঁর কথায়, আসামে কংগ্রেসের শাসনে তদানিন্তন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্পর্কে বহু অভিযোগ এনেছিল বিজেপি৷ কিন্তু, এখন তিনি বিজেপিতে যোগ দেওয়ায় সেই অভিযোগ গুলি সম্পর্কে কোন কথা বলেন না বিজেপি নেতারা৷ তখন, আসামের মুখ্যমন্ত্রীর মদত দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি৷ একথা বলে শ্রী গগৈ আজ প্রশ্ণ তুলেন, এখন হিমন্তবিশ্ব শর্মাকে কে মদত দিচ্ছে৷

তরুণ গগৈ বলেন, নরেন্দ্র মোদী যে আশ্বাস গুলো দিয়েছিলেন তার একটিও পূরণ হয়নি৷ এমনকি পূর্বের তুলনায় পরিস্থিতি এখন আরো খারাপ হয়েছে৷ এই রাজ্যে নির্বাচনকে ঘিরে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি কোনটাই পূরণ হবেনা বলে দাবি করেন তিনি৷

এদিকে অবিজেপি দলগুলিকে নিয়ে জোটের পক্ষে সওয়াল করেছেন তরণ গগৈ৷ তাঁর কথায়, বিজেপিকে রুখতে সমস্ত গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ দলগুলিকে একসঙ্গে আসা উচিত৷ অবশ্য এই জোটে কংগ্রেস বামফ্রন্টকে রাখতে চাইছে কিনা সেই প্রশ্ণের স্পষ্ট জবাব দেননি তিনি৷ শুধু জানিয়েছেন, সিপিএম কিংবা বামফ্রন্টের কথা জোটের প্রশ্ণে এখনই বলছিনা৷ তবে, ধর্ম নিরপেক্ষ দলগুলির একসঙ্গে আসা খুবই দরকার বলে মনে করেন তিনি৷

এদিকে, জাতীয় নাগরিক নিবন্ধিকরণ প্রক্রিয়া সম্পর্কেও তীব্র বিষোদগার করেছেন তরুণ গগৈ৷ তাঁর কথায়, নির্বাচনী  মূহুর্তে দেওয়া প্রতিশ্রুতি পালন করছেনা বিজেপি সরকার৷ আসামে বহু নাগরিক জাতীয় নাগরিক নিবন্ধিকরণ প্রক্রিয়ার প্রথম তালিকায় বাদ পড়েছেন৷ তাঁর বক্তব্য, ১৯৭১ সালকে ভিত্তি বছর হিসেবে ধরেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে৷ তাতে, বহু প্রকৃত নাগরিক ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *