BRAKING NEWS

উত্তর প্রদেশে দু’টি ট্রাকের মধ্যে জোরালো সংঘর্ষের জেরে আগুন, অগ্নিদগ্ধ ৪

এটাহ (উত্তর প্রদেশ), ৩ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় দু’টি ট্রাকের মধ্যে জোরালো সংঘর্ষের জেরে, আগুন লেগে গেল দু’টি ট্রাকেই| এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ৪ জন| শনিবার দুর্ঘটনাটি ঘটেছে এটাহ জেলায় ৯১ নম্বর জাতীয় সড়কে| দুর্ঘটনাগ্রস্ত দু’টি ট্রাকের মধ্যে একটিতে প্রসাধনী সামগ্রী ছিল| তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| দমকল কর্মীদের ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| অগ্নিদগ্ধ অবস্থায় ৪ জনকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে| এই ঘটনার জেরে ৯১ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে|
পুলিশ সূত্রের খবর, শনিবার ৯১ নম্বর জাতীয় সড়কে দু’টি ট্রাকের মধ্যে জোরালো সংঘর্ষ হয়| সংঘর্ষের পরই দু’টি ট্রাকে আগুন ধরে যায়| তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছয় দমকেলর বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে ৪ জন| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *