BRAKING NEWS

মুর্শিদাবাদে মরণ ঝাপ যাত্রীবোঝাই বাসের, চালকের কানে মোবাইল, কেড়ে নিল ৪০ জনের প্রাণ

কলকাতা, ২৯ জানুয়ারী৷৷ সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে৷ সোমবার সকাল ছয়টা নাগাদ দৌলতাবাদ থানার অধীন বালিরঘাট এলাকায় সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস৷ এই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে৷ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাতজনকে৷ আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে জলঙ্গি থেকে বহরমপুর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই ওই বাসটি৷ ঘড়ির কাঁটায় সকাল ছয়টা হবে৷ বালিরঘাট এলাকায় সেতুর রেলিং ভেঙ্গে খালে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি৷ এরপর দুর্ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা৷ উদ্ধারকার্য দেরিতে শুরু হওয়ায় অসহায় বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভে উগড়ে দেন৷
বাসটি সম্পূর্ণভাবে জলের তলায় ডুবে যায়৷ পরে ক্রেন দিয়ে বাসটি তোলা হয়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার ঠিক আগে ফোনে কথা বলছিলেন বাসের চালক৷ আর সেটাই হয়ে গেল কাল৷ বাস চালক নিয়ন্ত্রণ হারানোর পর বাস পড় যায় খালে৷ প্রত্যক্ষদর্শীদের অনেকেই আবার বলেছেন, রেষারেষির জেরেই দুর্ঘটনার কবলে পড়েছে বাসটি৷ ভয়াবহ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এদিকে, দুর্ঘটনার অনেক পর উদ্ধারকার্য শুরু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন৷ ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ পাশাপাশি পুলিশের বিরুদ্ধ্যে লাঠিচার্জের অভিযোগ উঠেছে৷ অভিযোগ, জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলিও চালায় পুলিশ৷ প্রশাসনের তরফে অবশ্য দাবি করা হয়েছে, দুর্ঘটনার পরই রেসকিউ ভ্যান নিয়ে যাওয়া হয়েছিল৷ সেই গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়৷ এদিকে, ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দিল্লী থেকে মুর্শিদাবাদ ফিরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷
মুর্শিদাবাদে দুর্ঘটনা ওপুলিশের গাড়িতে হামলা প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বড় দুর্ঘটনা৷ তাই সাধারণ মানুষ উত্তেজিত হয়ে উঠেছিল৷ পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, আহত ও নিহতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে৷ মুর্শিদাবাদে বাস দুর্ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দুর্ঘটনা তো হয়েই যাচ্ছে৷ চালক, প্রশাসন সবার সহযোগিতা ও সতর্কতা দরকার আছে৷ ভয়ঙ্কর ভাবে বাসটা নিচে পড়েছে৷ কিছু তো অসতকর্তা আছেই৷ একটু কড়াকড়ি দরকার আছে পুলিশ প্রশাসনের৷ বহু জীবনহানি হচ্ছে৷ এটা কমাতেই হবে৷ বাস দুর্ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, এই জাতীয় দুর্ঘটনার মোকাবিলা করার সময় নেই পুলিশের৷ পুলিশ এখন তৃণমূলকে বাঁচাতে ব্যস্ত৷ রাজনৈতিক কাজে ব্যস্ত৷ সেই কারণেই নিজের কাজ করছে না পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *