BRAKING NEWS

সিপিএমের ৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ মনোনয়ন পত্র জমা দিতে শুরু করে দিয়েছে সিপিআইএম৷ বৃহস্পতিবার সিপিএমের ৮জন প্রার্থী বিশাল মিছিল করে মনোনয়ন পত্র জমা  দিয়েছেন৷ এদিন বিলোনীয়া কেন্দ্রের প্রার্থী বাসুদেব মজুমদার, রাজনগর কেন্দ্রের প্রার্থী সুধন দাস, ঋষ্যমুখ কেন্দ্রের প্রার্থী বাদল চৌধুরী, অম্পিনগর কেন্দ্রের প্রার্থী ডেনিয়েল জমাতীয়া, অমরপুর কেন্দ্রের প্রার্থী পরিমল দেবনাথ, করবুক কেন্দ্রের প্রার্থী প্রিয়মনি দেববর্মা, সাব্রুম কেন্দ্রের প্রার্থী রীতা কর মজুমদার এবং মনুবাজার কেন্দ্রের প্রার্থী প্রভাত চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেন রিটার্নিং অফিসারের কাছে৷

মঙ্গলবার ঘোষণা হয় বামফ্রন্টের প্রার্থী তালিকা৷ তালিকা ঘোষণা হবার সাথে সাথে গোটা রাজ্যে শুরু হয়ে যায় বামমনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল৷ বৃহস্পতিবার বামফ্রন্টের ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে লালঝান্ডা স্রোতের মাঝে৷

মনোনয়ন পত্র দাখিলের আগে মন্ত্রী বাদল চৌধুরী ভগৎ সিং, লেনিন, রবীন্দ্র নাথ, ক্ষুদিরামের মর্মরমুর্তির পদ দেশে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্থানীয়দের আশীর্বাদ নেন৷

মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে লাল স্রোতের সমাবেশ বিলোনীয়া শহরের রাজপথ দখল করে নেয় জাতি উপজাতি অংশের নারী পুরুষ৷ হাতে লাল ঝান্ডা বুকে দৃঢ় প্রত্যয়৷ কোনও সন্দেহ নেই ভোট কাকে দিতে হবে জানান দিয়ে গেল যেন দৃপ্ত মিছিল৷ বনকর নদীর উত্তর পার থেকে স্লোগান সোচ্চার মিছিলে আওয়াজ ছিল বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে এ রাজ্যে স্থান দেবনা৷

বিলোনিয়া ঋষ্যমুখ, রাজনাগর এই তিন কেন্দ্রের বাম মনোনীত প্রার্থীরা ও লালা জনস্রোতের অগ্রভাগে ছিলেন৷ ঢাক, ডোল, ব্যান্ড সহ গণসঙ্গীতের স্কোয়ার্ডের মিছিল যেন অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার ডাক৷

মনোনয়ন পত্র দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম মনোনীত প্রার্থী তথা মন্ত্রী বাদল চৌধুরী অষ্টম বামফ্রন্ট সরকার গঠন নয়, এই ছোট্ট ত্রিপুরা রাজ্য পুরো দেশকে বিকল্প পথ দেখাবে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *